অফিস গ্যাজেটে দুর্দান্ত ডিসকাউন্ট দিচ্ছে ফ্লিপকার্ট | Flipkart Discount Offers On Office Gadgets
Table of Contents

ইঙ্ক প্রিন্টার, লেজার প্রিন্টার, প্রোজেক্টর, ডিজিটাল সফটওয়্যার, ইউপিএস, ও রাউটারের মতো প্রোডাক্টে মিলছে দুর্দান্ত ছাড়। ফ্লিপকার্ট থেকে এই প্রোডাক্টগুলি কিনতে পারেন।

ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টারে ৩০ শতাংশ ছাড়
লেজার প্রিন্টারের থেকে অনেকটা কম দামে কেনা যায় ইঙ্ক প্রিন্টার। এই ধরনের বিভিন্ন ইঙ্ক প্রিন্টারে ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

লেজার প্রিন্টারে ৩০ শতাংশ ছাড়
ইঙ্ক প্রিন্টারের মতোই লেজার প্রিন্টারেও ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এই প্রিন্টারের ভালো বিল্ড থাকে ও ইঙ্ক প্রিন্টারের তুলনায় দ্রুত প্রিন্ট হয়।

প্রোজেক্টরে ৫০ শতাংশ ছাড়
সিনেমা থিয়েটার বন্ধ থাকার জন্য বড় পর্দায় সিনেমা দেখা বন্ধ হয়েছে। এই অবস্থায় বাড়িতেই ৪কে প্রোজেক্টর কিনতে পারেন। প্রোজেক্টরে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট।

ডিজিটাল সফটওয়্যারে ৮০ শতাংশ ছাড়
কম্পিউটারের জন্য নতুন সফটওয়্যার কেনার কথা ভাবছেন? ৮০ শতাংশ ছাড়ে একাধিক সফটওয়্যার বিক্রি করছে ফ্লিপকার্ট।

ইউপিএস-এ ৫০ শতাংশ ছাড়
বাড়ি থেকে কাজ করার অন্যতম সমস্যা ইলেক্ট্রিসিটি। পাওয়ার কাট হলে বাড়ি থেকে কাজ করতে সমস্যা হয়। এই সমস্যার সমাধানে একটি ইউপিএস কিনতে পারেন। এই প্রোডাক্টে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে।

রাউটারে ৭০ শতাংশ ছাড়
ফাস্ট ইন্টারনেট কানেকশনের জন্য প্রয়োজন একটি ব্রডব্যান্ড কানেকশন। একাধিক ডিভাইস ব্রডব্যান্ড নেটওয়ার্কে কানেক্ট করতে একটি রাউটার কিনতে পারেন। সব জনপ্রিয় কোম্পানির রাউটারেই ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ই-কমার্স কোম্পানিটি।