টুইটারের নয়া মালিক জানিয়েছেন, লিগাসি ব্লু টিক, অর্… more
টুইটারের নয়া মালিক জানিয়েছেন, লিগাসি ব্লু টিক, অর্থাত্ আগেই যাঁরা ব্লু টিক পেয়েছেন, সেগুলি সব প্রত্যাহার করা হবে। অর্থাত্, আপনি যতই নামজাদা টুইটাক ব্যবহারকারী হন না কেন, আপনার ব্লু টিক সরিয়ে দেওয়া হবে। সাবস্ক্রিপশন নিলে তবেই সেটি পাবেন।
1/5ইলন মাস্ক রাশ ধরার আগে, টুইটারের নিয়ম অনেক আলাদা ছিল। সেখানে শুধুমাত্র বেশি ফলোয়ার্স ও গুরুত্বের ভিত্তিতে ব্লু টিক পেতেন ব্যবহারকারীরা। তবে ইলন আসার পর সেই নীতি বদলে গিয়েছে। তাঁর মতে, এই নিয়ম বৈষম্যমূলক। শুধুমাত্র টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলেই হবে। সেটি করলেই ভেরিফায়েড অ্যাকাউন্ট দেওয়া হবে প্রত্যেককে। এর ফলে ভুয়ো খবর ছড়ানোও রোধ করা যাবে। ফাইল ছবি: এএফপি (Reuters)2/5 তবে এখানেই থামছেন না ইলন। তাঁর আসার আগে পর্যন্ত অনেকেই টুইটারে ব্লু টিক পেয়েছেন। অনেকে শুধুমাত্র ব্লু-টিক পাওয়ার জন্য দিনের পর দিন টুইটারে ফলোয়ার্স বাড়িয়েছেন। তবে সেই পরিশ্রম বোধ হয় এবার অথৈ জলে যাবে। কেন? (ছবি সৌজন্যে রয়টার্স) (Reuters)3/5কারণ টুইটারের নয়া মালিক জানিয়েছেন, লিগাসি ব্লু টিক, অর্থাত্ আগেই যাঁরা ব্লু টিক পেয়েছেন, সেগুলি সব প্রত্যাহার করা হবে। অর্থাত্, আপনি যতই নামজাদা টুইটাক ব্যবহারকারী হন না কেন, আপনার ব্লু টিক সরিয়ে দেওয়া হবে। সাবস্ক্রিপশন নিলে তবেই সেটি পাবেন। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/5মহারাষ্ট্রের কংগ্রেস নেত্রী আন্দ্রিয়া ডিসুউজা একটি টুইট করেন। তাতে তিনি দাবি করেন, নতুন ভেরিফিকেশন ব্যবস্থায় যে কেউ টাকা দিয়ে ভেরিফায়েড হয়ে যাবেন। আগে খালি বিশেষ বিশেষ অ্যাকাউন্টই এই সুবিধা পেত। টুইটে ইলন মাস্ককেও ট্যাগ করেন। ছবি: টুইটার (Reuters)5/5অর্থাত্ আপনার ১ লক্ষ ফলোয়ার্স থাকলেও যা, ১০ জন থাকলেই সেই একই ব্যাপার দাঁড়াবে। ইলন মাস্ক এই প্রসঙ্গে বলেন, ‘লিগাসি ব্লু টিক দ্রুত বন্ধ করে দেওয়া হবে। এই ধরণের অ্যাকাউন্টগুলি সত্যিই দুর্নীতিগ্রস্ত।’ ছবি: টুইটার (Reuters)