আসল দাম ১৩,৯৯৯ টাকা, মাত্র ১,৩৪৯ টাকায় পেতে পারেন Redmi-র এই ফোন!

Spread the love

 

একেবারে সস্তায় স্মার্টফোন কিনতে চান? তাহলে সেই সুযোগ পাবেন ‘অ্যামাজনের সামার সেল’-এ (Amazon Summer Sale 2022)। তেমনই একটি ফোন হল রেডমি নোট ১১ (Redmi Note 11)। তাতে আপনি ২,২৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। শুধু তাই নয়, ১,৩৪৯ টাকায় পেতে পারেন ১৩,৯৯৯ টাকার ফোন।

অ্যামাজনের সাইটে ৪ জিবি RAM এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ বিশিষ্ট রেডমি নোট ১১-এর দাম দেখানো হচ্ছে ১২,৯৯৯ টাকা। তবে ছাড়ের পর সেটা অনেকটা কম দামেই পাবেন। ফোনের উপর ১,২৫০ টাকা ডিসকাউন্ট কুপন দেওয়া হচ্ছে। আবার আপনি যদি আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে টাকা দেন, তাহলে ১,০০০ টাকার ‘ইনস্ট্যান্ট ডিসকাউন্ট’ পাবেন। তার ফলে ১২,৯৯৯ টাকার ফোন ১০,৭৪৯ টাকায় পেয়ে যাবেন।

আরও পড়ুন: Google Chrome ব্যবহার করেন? ঝুঁকি এড়াতে কী করতে বলছে সরকার

তবে আপনার কাছে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড না থাকলেও নিরাশ হবেন না। কারণ রেডমি নোট ১১ কেনার ক্ষেত্রে দুর্দান্ত এক্সচেঞ্জ অফারের সুযোগ আছে। এক্সচেঞ্জের ক্ষেত্রে ১১,৪০০ টাকা পর্যন্ত ‘বোনাস’ পেতে পারেন। সেই পরিস্থিতিতে ১,২৫০ টাকার ‘ডিসকাউন্ট কুপন’ এবং ১১,৪০০ টাকার এক্সচেঞ্জ (সম্পূর্ণ একচেঞ্জ) প্রাইসের কারণে ৬ জিবি RAM ভ্যারিয়েন্টের রেডমি নোট ১১ মাত্র ১,৩৪৯ টাকায় পেতে পারেন। যে ফোনের দাম দেখানো হচ্ছে ১৩,৯৯৯ টাকা।

Source link


Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Secured By miniOrange