ইলেকট্রনিক ও অ্যাকসেসারিজে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট | Flipkart Big Saving Days Sale: Up to 80% Off On Electronics And Accessories

Spread the love

ল্যাপটপের অফার

ল্যাপটপের অফার

এত কম দামে আগে কখনও ল্যাপটপ বিক্রি হয়নি। বিভিন্ন জনপ্রিয় ল্যাপটপে আকর্ষণীয় ছাড়ের সঙ্গেই সব ল্যাপটপে ছয় মাসের নো-কস্ট ইএমআই পাওয়া যাচ্ছে। অনেক দিন ধরে গেমিং ল্যাপটপ কেনার পরিকল্পনা থাকলে অপেক্ষা শেষ হতে চলেছে।

ডিএসএলআর ক্যামেরার অফার

ডিএসএলআর ক্যামেরার অফার

এই সেলে মাত্র ১৮,০০০ টাকা থেকে ডিএসএলআর ক্যামেরা পাওয়া যাচ্ছে। নিজের মধ্যে সুপ্ত ফটোগ্রাফারকে জাগিয়ে তুলতে এই সেলে কিনতে পারেন একটি ডিএসএলআর ক্যামেরা।

আইপ্যাডের অফার

আইপ্যাডের অফার

অ্যাপেল আইপ্যাডে ৩,০০০ টাকা ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। এই সব আইপ্যাডে ২কে ডিসপ্লে থাকছে। সঙ্গে রয়েছে শক্তিশালী প্রসেসর ও আইপ্যাড ওএস।

কোর আই৫ ল্যাপটপের অফার

কোর আই৫ ল্যাপটপের অফার

৩৪,৯৯০ টাকা থেকে ইনটেল কোর আই৫ ল্যাপটপের দাম শুরু হচ্ছে। ভালো পারফর্মেন্সের জন্য এই ল্যাপটপগুলি সুনাম রয়েছে। অফিসের যে কোন কাজ সহজেই সামলাতে পারবে এই ল্যাপটপগুলি।

ব্লুটুথ হেডফোনের অফার

ব্লুটুথ হেডফোনের অফার

নতুন ব্লুটুথ হেডফোন কেনার কথা ভাবছেন? ফ্লিপকার্ট সেলে আকর্ষণীয় দামে পেয়ে যাবেন একাধিক জনপ্রিয় ব্লুটুথ হেডফোন। মাত্র ৬৯৯ টাকা থেকে এই সেলে বিভিন্ন ইয়ারফোন কেনা যাবে।

ল্যাপটপ ও ডেক্সটপ কম্পিউটারের অফার

ল্যাপটপ ও ডেক্সটপ কম্পিউটারের অফার

এন্ট্রি লেভেল ও মিডরেঞ্জ সেগমেন্টের কম্পিউটারে দুর্দান্ত ছাড় পাওয়া যাবে। ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে এই প্রোডাক্টগুলিতে মিলবে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়।

স্মার্টওয়াচ ও ও ফিটনেস ব্যান্ডের অফার

স্মার্টওয়াচ ও ও ফিটনেস ব্যান্ডের অফার

নতুন স্মার্টওয়াচ কেনার পরিকল্পনা করছেন? ফ্লিপকার্ট সেলে স্মার্টওয়াচ ও ফিটনেস ব্যান্ডে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। বিভিন্ন প্রিমিয়াম ব্র্যান্ডের স্মার্টওয়াচে ছাড় মিলবে।

ক্যামেরা ও অ্যাকসেসারিজে অফার

ক্যামেরা ও অ্যাকসেসারিজে অফার

এই সেলে বিভিন্ন ক্যামেরা ও অ্যাকসেসারিজে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ই-কমার্স কোম্পানিটি। ফলে কম খরচে ক্যামেরার আনুষঙ্গিক সরঞ্জাম কেনা যাবে।

স্টোরেজ ডিভাইসের অফার

স্টোরেজ ডিভাইসের অফার

হার্ড ড্রাইভ, মেমোরি কার্ড ও অন্যান্য স্টোরেজ ডিভাইসে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। ২৭ জুন পর্যন্ত এই অফার চলবে।

প্রিন্টার ও মনিটরের অফার

প্রিন্টার ও মনিটরের অফার

অফিসের কাজে প্রিন্টার অথবা মনিটর কেনার পরিকল্পনা থাকলে দারুণ ছাড় নিয়ে এসেছে ফ্লিপকার্ট। জনপ্রিয় কোম্পানির প্রিন্টার ও মনিটরে মিলবে আকর্ষণীয় ছাড়।

গেমিং কনসোলের অফার

গেমিং কনসোলের অফার

গেমিং কনসোলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অনেক দিন ধরে গেমিং কনসোল কেনার পরিকল্পনা থাকলে স্বপ্ন সত্যি হতে চলেছে।

Source link


Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Secured By miniOrange