কম্পিউটার সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর।( Q & A )
Table of Contents
আজকে আমরা কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।( Computer related question & answer in Bangla )
আর্টিকেলটি শুরু করার আগে বলে নিতে চাই যে,যদি কম্পিউটার নিয়ে আপনাদের মাঝে কোন প্রশ্ন বা সমস্যা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন।আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব।
তো চলুন আজকের আর্টিকেলটি শুরু করা যাক ঃ-
১ কম্পিউটারের জনক কে ?

চার্লস ব্যাবেজ (Charles Babbage) কে কম্পিউটারের জনক (Father of Computer) বলা হয়।
কম্পিউটার কি.? কম্পিউটারের জনক কে ? কিভাবে কাজ করে ?
২ কম্পিউটার চালু হচ্ছে না। কি করব ?
কম্পিউটার চালু হচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। অনেক সময় আপনার সিস্টেম সফটওয়্যার এর ঝামেলার কারণে হতে পারে বা কোন হার্ডওয়ার নষ্ট হয়ে গেলে তার কারনেও এমনটা হতে পারে।
কম্পিউটার চালু না হলে প্রথমাবস্থায় নিচে দেওয়া প্রক্রিয়া গুলো করে দেখতে পারেন । 80% সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি।
- প্রথমে আপনার সিপিইউ ক্যাবিনেট টি খুলে একবার ভালো করে দেখুন। কোন পাওয়ার কেবল কম্পিউটার মাদারবোর্ড থেকে বিচ্ছিন্ন হহয়েছে কিনা। যদি হয়ে থাকে, তাহলে সেটা আবার সঠিকভাবে মাদারবোর্ডের সঠিক জায়গায় লাগিয়ে দিন।
- খ অনেক সময় আমাদের কম্পিউটারের মাদারবোর্ডের সাথে সংযুক্ত রাজপথে ধুলোবালি জমে যায়। আরে ধুলাবালি জমার কারণে কম্পিউটার এটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে থাকে। সে ক্ষেত্রে আপনি প্রথমে আপনার মাদারবোর্ডের থেকে খুলে নিন এবং তারপর আপনার মাদারবোর্ডের রামের শ্লোকটি ভালো করে পরিষ্কার করে দিন। এবার আপনার আন্টি পুনরায় আপনার মাদারবোর্ডের সাথে সংযুক্ত করুন আশাকরি আপনার কম্পিউটারটি চালু হয়ে যাবে।
- আপনার সিপিইউ এর পাওয়ার সুইচ খারাপ থাকলেও আপনার কম্পিউটারটি চালু হবে না দেখা গেছে যে তুমি 25 পার্সেন্ট কম্পিউটার চালু না হওয়ার সমস্যা পাওয়ার সুইচ খারাপ থাকার কারণে হয়ে থাকে। তাই আপনি অবশ্যই আপনার শিবির পাওয়ার জন্য একটি মেরামত করা ও দেখতে পারেন।
- অনেকক্ষেত্রে দেখা যায় আপনার কম্পিউটারটি হঠাৎ করেই চালু হচ্ছে না । হতে পারে আপনার কম্পিউটারটির পাওয়ার সাপ্লাই ইউনিট (PSU) নষ্ট হয়ে গেছে । ফলে আপনার মাদারবোর্ডে কোন বিদ্যুৎ প্রবাহ হচ্ছে না।যার ফলে আপনার কম্পিউটার টি চালু হচ্ছে না। সে ক্ষেত্রে আপনি নতুন একটি পাওয়ার সাপ্লাই ( power supply unit) আপনার মাদারবোর্ডের সাথে সংযোগ করে দিন।
- আপনা সিপিইউ এর পেছনে লেগে থাকা পাওয়ার ক্যাবল (power cable) টি চেক করুন অনেক সময় কাউকে অবহেলা করে লেগে থাকে অথবা নষ্ট হয়ে যায় যার কারণে আপনার কম্পিউটার চালু হচ্ছেনা।
বাংলা ব্লগ সাইট এ কিভাবে ভিজিটর বাড়াবেন ১০০% কার্যকর
৩ কম্পিউটার ভাইরাস কি ?

কম্পিউটার ভাইরাস হলো একটি প্রোগ্রাম যা অন্যান্য ডিভাইস গুলোর ক্ষতিসাধন করার উদ্দেশ্যে তৈরি করা হয়।
৪ কম্পিউটার কি টিভি দেখা যায় ?
অবশ্যই আপনি আপনার কম্পিউটারের মাধ্যমে টিভি দেখতে পারবেন। আমিও আমার কম্পিউটারের মাধ্যমে টিভি দেখি।
আপনি সাধারণত দুটি মাধ্যমে আপনার কম্পিউটারে টিভি দেখতে পারবেন।
১ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অনলাইন টিভি (online TV) ওয়েবসাইট এর মাধ্যমে।
২ আরেকটি হল টিভি কার্ড(TV Card) ব্যবহার করে।TV Card হল একটি কম্পিউটার হার্ডওয়ার এই টিভি কার্ডের সাথে আপনি আপনার ডিস ক্যাবল দিয়ে কানেট করে খুব সহজেই টিভি দেখতে পারবেন।
৫ SSD এবং HSDD স্টেজ এর মধ্যে পার্থক্য কি ?

SSD এর পূর্ণরূপ হল “Solid State Drive” । SSD হার্ডডিক্স গুলো আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে।
SSD এর HDD থেকে বেশি হয়ে থাকে SSD ব্যবহার করলে কম্পিউটারে কাজ করার গতি বহুগুণ বেড়ে যায়।
HDD এর পূর্ণরূপ হল “ Hard Disc Drive”। HDD হ্যালো পুরনো প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হার্ডডিক্স। এর দাম তুলনামূলক কম। কিন্তু এটি আপনার কম্পিউটারে কাজ করার গতি অনেকটাই কমিয়ে দেয়। HDD “Megnetic Tape” দিয়ে তৈরি করা হয।
সর্বশেষ
আমাদের আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়ার জন্য সকলকে ধন্যবাদ।
আপনাদের যদি কম্পিউটার বিষয়ক কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর আমাদের আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।
ধন্যবাদ ভাল থাকুন সবাই