কুড়ি হাজারের কমে এই ল্যাপটপগুলিতে পাবেন ১টিবি স্টোরেজ | These Laptops With 1TB Storage Space Are Available Under Rs. 20,000
Table of Contents

লিনোভো আইডিয়াপ্যাড এস১৪৫
লিনোভো আইডিয়াপ্যাড এস১৪৫-এ রয়েছে এএমডি ডুয়াল কোর এ৬ প্রসেসর, ৪জিবি র্যাম ১টিবি স্টোরেজ ও উইন্ডোজ ১০। এই ল্যাপটপে একটি ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে রয়েছে।

এইচপি ২৪৫ জি৭
এইচপি ২৪৫ জি৭ -এ রয়েছে ১৪ ইঞ্চি ডিসপ্লে। এই ল্যাপটপের ভিতরেও রয়েছে এএমডি ডুয়াল কোর এ৬ প্রসেসর। সঙ্গে রয়েছে ৪জিবি র্যাম, ১টিবি হার্ড ড্রাইভ ও এএমডি রেডিয়ন আর৪ জিপিইউ। এই ল্যাপটপে রয়েছে ডস।

লিনোভো আইডিয়াপ্যাড ৩৩০
লিনোভো আইডিয়াপ্যাড ৩৩০ ল্যাপটপে রয়েছে ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে। থাকছে এএমডি ডুয়াল কোর এ৬ প্রসেসর, ৪জিবি র্যাম ১টিবি স্টোরেজ ও উইন্ডোজ ১০। এই ল্যাপটপেও রয়েছে এএমডি রেডিয়ন আর৪ জিপিইউ। সঙ্গে থাকছে ২ সেল লিথিয়াম ব্যাটারি।

এসার অ্যাসপায়ার ৩ এ৩১২-২১
এসার অ্যাসপায়ার ৩ এ৩১২-২১ ল্যাপটপে রয়েছে একটি এএমডি ডুয়াল-কোর এ৪ প্রসেসর। এই ল্যাপটপে থাকছে ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ৪জিবি র্যাম ও ১টিবি হার্ড ড্রাইভ। থাকছে উইন্ডোজ ১০ হোম বেসিক অপারেটিং সিস্টেম।

এসুস এক্স৫৪০বিএ-জিকিউ১২০টি
এসুস এক্স৫৪০বিএ-জিকিউ১২০টি ল্যাপটপে রয়েছে এএমডি গ্লোবাল কোর এ৯ প্রসেসর। সঙ্গে রয়েছে ৪জিবি র্যাম, ১টিবি হার্ড ড্রাইভ ও উইন্ডোজ ১০।

লিনোভো ভি১১০
লিনোভো ভি১১০-তে রয়েছে ডুয়াল কোর এএমডি এ৬ প্রসেসর। সঙ্গে রয়েছে ৪জিবি র্যাম, ১টিবি হার্ড ড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে। এই ল্যাপটপে ৪ সেল ব্যাটারি রয়েছে।

লিনোভো আইডিয়াপ্যাড ১৩০
লিনোভো আইডিয়াপ্যাড ১৩০ -তে রয়েছে ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে। থাকছে ডুয়াল কোর এএমডি এ৬ চিপসেট, ৪জিবি র্যাম ও ১টিবি হার্ড ড্রাইভ।
!function(f,b,e,v,n,t,s){if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;n.queue=[];t=b.createElement(e);t.async=!0;t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,’https://connect.facebook.net/en_US/fbevents.js’);fbq(‘init’,’407111549682023′);fbq(‘track’,’PageView’);