গুজরাত, দিল্লি, মহারাষ্ট্র এবং রাজস্থান বাদে, ওলা ই-স্কুটারের এস 1 ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯ টাকা।
1/5স্বাধীনতা দিবসে ভারতের বাজারে এসেছে ওলা ইলেকট্রিকের প্রথম স্কুটার S1 । এর আগে থেকেই যদিও ৪৯৯ টাকায় প্রি-বুকিং শুরু হয়েছিল। ছবি : ওলা ইলেকট্রিক (Ola Electric)
2/5ওলা স্কুটারটির দামে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। আর তার মধ্যে একটি রাজ্যে দেশের সবচেয়ে সস্তা দরে মিলছে স্কুটারটি। একটু-আধটু নয়, দাম প্রায় ২০ হাজার টাকা কম। ছবি : ওলা ইলেকট্রিক (Ola Electric)
3/5গুজরাত, দিল্লি, মহারাষ্ট্র এবং রাজস্থান বাদে, ওলা ই-স্কুটারের এস 1 ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯ টাকা। এস 1 প্রো ভেরিয়েন্টের দাম ১,২৯,৯৯৯ টাকা। ছবি : ওলা ইলেকট্রিক (Ola Electric)
4/5এর মধ্যে গুজরাতে সবচেয়ে সস্তা দরে পাবেন ওলার এই স্কুটার। গুজরাটের ভর্তুকি নীতির কারণেই মিলবে এই সুবিধা। ছবি : ওলা ইলেকট্রিক (Ola Electric)