ধরুন আপনার বাড়ির ফ্রিজে অল্প কিছু বাজার পড়ে আছে। সেক্ষেত্রে একটি ছবি তুলে GPT-4-এ দিলেই সে তাই দিয়ে কী কী রেসিপি রান্না করা যায়, তা জানিয়ে দেবে। এতটাই শক্তিশালী এই AI।
1/5ChatGPT-র পর এল নতুন GPT-4। জনপ্রিয় চ্যাটবটের নতুন ও আরও নিখুঁত ভার্সান এল বাজারে। নতুন এই মডেলের সবচেয়ে বড় সুবিধা হল, এটি ছবি বিশ্লেষণ করতে পারে। ফাইল ছবি: এএফপি (AFP)2/5হয় তো ভাবছেন, এ আর এমন কী! সেক্ষেত্রে জানিয়ে রাখা ভাল, নতুন এই মডেলে শুধু ছবির বিষয় চিহ্নিত হবে, এমনটাই নয়। এর পাশাপাশি, কোনও ছবির ক্যাপশন, বিশদ বিবরণ দিয়ে দিতে পারে। ফাইল ছবি: এএফপি (AFP)3/5এমনকি ধরুন আপনার বাড়ির ফ্রিজে অল্প কিছু বাজার পড়ে আছে। সেক্ষেত্রে একটি ছবি তুলে GPT-4-এ দিলেই সে তাই দিয়ে কী কী রেসিপি রান্না করা যায়, তা জানিয়ে দেবে। এতটাই শক্তিশালী এই AI। ফাইল ছবি: রয়টার্স (AFP)
4/5 এছাড়াও, এই নতুন GPT-4 প্রায় ২৫,০০০ শব্দ প্রসেস করতে পারে। এটি ChatGPT-র তুলনায় প্রায় আট গুণ বেশি। ফাইল ছবি: রয়টার্স (AFP)5/5২০২২ সালে মাইক্রোসফটের বিনিয়োগকৃত সংস্থা OpenAI তাদের ChatGPT লঞ্চ করে। এরপর থেকে বিশ্বজুড়ে তোলপাড় শুরু করে দিয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট। ফাইল ছবি: এপি (AFP)