চলতি সপ্তাহে ধামাকা সেল নিয়ে আসছে ফ্লিপকার্ট; সেরা অফারগুলি দেখে নিন | Flipkart Big Saving Days Sale 2020: Smartphones, Gadgets, TVs, Electronics Devices And More
Table of Contents

ফ্লিপকার্ট বিগ সেভিং ডেস সেল ২০২০
এছাড়াও প্রায় ৩ কোটি জিনিস মাত্র ১ টাকার বিনিময়ে প্রি-বুক করা যাবে। যদিও এই অফার সম্পর্কে খোলসা করে কিছু জানায়নি ফ্লিপকার্ট। যদিও এই সেলে থাকছে নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার ও কার্ডলেস ক্রেডিটের সুবিধা।

মোবাইল ও ট্যাবলেটে বিশেষ ছাড়
বিগ সেভিং ডেস সেলে মোবাইল ও ট্যাবলেটে আকর্ষণীয় ছাড় মিলবে। সঙ্গে থাকছে নো-কস্ট ইএমআই ও এক্সচেঞ্জ অফার। কোন কার্ড ছাড়াই ক্রেডিট অফারে কেনাকাটা করা যাবে। অনেকদিন ধরেই স্মার্টফোন আপগ্রেড করার পরিকল্পনা থাকলে এই অফারগুলি দেখে নিতে পারেন।

টিভি ও অ্যাপলায়েন্সে বিশেষ অফার
স্মার্টটিভি ও বিভিন্ন অ্যাপলায়েন্সে বিশেষ ছাড় মিলে এই সেলে। বাড়ির জন্য টিভি অথবা অ্যাপলায়েন্স কেনার প্রয়োজন হলে দেখে নিন এই অফারগুলি।

ইলেকট্রনিক্স ও অ্যাকসেসারিজে বিশেষ ছাড়
ফ্লিপকার্টের তরফ থেকে জানানো হয়েছে প্রায় তিন কোটি ইলেকট্রনিক্স ও অ্যাকসেসারিজে ছাড় মিলবে। এই সব প্রোডাক্টেই থাকছে নো-কস্ট ইএমআই, মিলবে অতিরিক্ত ছাড়।

ইন্ডিয়ান ফ্যাশনে বিশেষ অফার
ইলেকট্রনিক্স প্রোডাক্ট ছাড়াও অন্যান্য বিভাগে এই সেলে বিশেষ ছাড় পাওয়া যাবে। বিগ সেভিং ডেস সেলে বিভিন্ন ফ্যাশন প্রোডাক্টে আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে।

বিউটি, টয় ও বেবি কেয়ার প্রোডাক্টের অফার
এছাড়াও বিউটি, ছোটদের খেলনা ও বেবি কেয়ার প্রোডাক্টে ছাড় পাওয়া যাবে। তাই এক নজরে এই অফারগুলি দেখে নিতে পারেন।

আসবাবপত্রে আকর্ষণীয় অফার
বাড়ির আসবাব আপগ্রেড করার কথা ভাবছেন? ফ্লিপকার্টের অফারগুলি দেখে নিতে পারেন।

ফ্লিপকার্ট প্রাইভেট ব্র্যান্ডের অফার
১৮ থেকে ২০ সেপ্টেম্বরের সেলে ফ্লিপকার্টের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্টে আকর্ষণীয় ছাড় মিলবে।