জুনে, দেশে ২,৩১,৬৩৩ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে, এর মধ্যে ১ লক্ষেরও বেশি (প্রায় ৪৪ শতাংশ) ছোট বা বড় SUV।
1/6করোনা পরিস্থিতির কারণে এপ্রিল-মে মাসে গাড়ির বাজার কিছুটা ঝিমিয়ে পড়েছিল। তবে, জুনে কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে। একইসঙ্গে বেড়েছে গাড়ির বিক্রি। জুনে, দেশে ২,৩১,৬৩৩ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে, এর মধ্যে ১ লক্ষেরও বেশি (প্রায় ৪৪ শতাংশ) ছোট বা বড় SUV। ফাইল ছবি : ইনস্টাগ্রাম (Instagram)
2/6বিক্রির নিরিখে পঞ্চমে Kia Seltos : অল্প সময়ের মধ্যেই ভারতের বাজারে এগিয়ে এসেছে Kia । দেশে লঞ্চ হওয়া সংস্থার প্রথম এসইউভি-ই বিক্রির নিরিখে বেশ সফল। ছবি : কিয়া (Kia)
3/6চতূর্থ স্থানে Hyundai Venue : সত্যি বলতে অনেকেই Venue-র এত বিক্রির কথা কল্পনা করেননি। ২০,৯৫০ ইউনিট বিক্রি হয়েছে। আকর্ষণীয় স্টাইলিং, Hyundai-এর ফিট-ফিনিশ আর রিফাইনমেন্টের কারণেই এর চাহিদা। ছবি : হুন্ডাই (Hyundai)
4/6তৃতীয় স্থানে Tata Nexon : বিশেষজ্ঞদের মতে, টাটার অন্যতম স্টাইলিশ ডিজাইনের মধ্যে অন্যতম Nexon । ফলে অল্পবয়সীদের বেশ পছন্দ এই গাড়ি। ছবি : টাটা (TATA)
5/6দ্বিতীয় স্থানে Maruti Brezza : আকর্ষণীয় কালার কম্বিনেশন, স্টাইলিং আর মারুতির নির্ভরযোগ্যতা দিয়ে বাজিমাত ব্রেজার। ছবি : মারুতি (Maruti)
6/6এক নম্বরে আছে Hyundai Creta : জনপ্রিয়তা ধরে রেখেছে হুন্ডাইয়ের এই এসইউভি। এছাড়া নতুন ফেসলিফটের পর থেকে আরও বেশি আধুনিক দেখতে হয়েছে ক্রেটা। ছবি : হুন্ডাই (Hyundai)