ড্রোন পাঠিয়ে উন্নয়নের কাজে নজর রাখি: নরেন্দ্র মোদী
দেশজুড়ে বিভিন্ন স্থানে সরকারি প্রকল্পের কাজ। সব স্থানে প্রতিদিন যাওয়া সম্ভব নয় প্রধানমন্ত্রীর। কিন্তু তাতে সমস্যা নেই। সহায় আধুনিক প্রযুক্তি।
‘দেশের বিভিন্ন স্থানে উন্নয়নের কাজে আমি ড্রোনে করে ঝটিকা সফর করি,’ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে ২ দিন ব্যাপী ভারত ড্রোন মহোত্সবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে ড্রোনের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে এমনটা বললেন নরেন্দ্র মোদী। আরও পড়ুন : Modi Government 8 Years: সার্জিক্যাল স্ট্রাইক থেকে নোটবন্দি, ৮ বছরে নরেন্দ্র মোদীর ৮ গুগলি!
তিনি বলেন, সরকারি কাজের মান দেখা গুরুত্বপূর্ণ। যাচাই প্রয়োজন। কিন্তু আমি যে যাব, সেটা আগে থেকে বলে দেওয়া যাবে না। সেটা জেনে গেলে তো সব ঠিক হয়েই যাবে।
এরপর প্রধানমন্ত্রী বলেন, আমি ড্রোন পাঠিয়ে দিই। সে-ই সব খবর নিয়ে চলে আসে। আর ওঁরা জানতেও পারেন না যে আমি সব খবর নিয়ে নিয়েছি। তাঁর কথায় হাততালি দিতে দেখা যায় উপস্থিত সকলকে।
প্রধানমন্ত্রীর উক্তির ভিডিয়ো শেয়ার করেছে সংবাদসংস্থা এএনআই। দেখুন সেই ভিডিয়ো:
প্রধানমন্ত্রীর এই পন্থা সম্পর্কে আপনার কী মত? জানান কমেন্টে। প্রসঙ্গত অসামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য কিছুদিন আগেই নয়া ড্রোননীতি নিয়ে এসেছে কেন্দ্র। আগামী দিনে ড্রোন যে নীতি নির্ধারণে বড় ভূমিকা নিতে চলেছে, সেটা বলাই বাহুল্য।