দেশের সবথেকে সস্তা গাড়িতে মিলছে ৪০,০০০ টাকার ডিসকাউন্ট, কীভাবে পাবেন?
এমনিতেই দেশের সবথেকে সস্তা গাড়ি। তারইমধ্যে চলতি মাসে ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড় (ডিসকাউন্ট) মিলছে মারুতি সুজুকি অল্টোতে। তবে শুধু সুজুকি অল্টো নয়, একাধিক গাড়িতে বড়সড় ছাড় দিচ্ছে মারুতি।
মারুতি সুজুকি অল্টোর ছাড়
মারুতি সুজুকি অল্টোর দাম ২.৯৯ লাখ টাকা শুরু হয়ে ৪.৭ লাখ টাকা পর্যন্ত হয় (এক্স-শোরুম, দিল্লি)। পেট্রল এবং কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের (সিএনজি) গাড়ি পাওয়া যায়। চলতি মাসে সুজুকি অল্টোর পেট্রল ভ্যারিয়েন্টে ২৫,০০০ টাকা নগদ পর্যন্ত ছাড় দিচ্ছে মারুতি। সিএনজি ভ্যারিয়েন্টে মাত্র ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলছে। ফোনে ১৫,০০০ টাকায় এক্সচেঞ্জ বোনাসের সুযোগ দিচ্ছে মারুতি। সেভাবে মারুতি সুজুকি অল্টের পেট্রল ভ্যারিয়েন্টে ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।
ইঞ্জিন এবং মাইলেজ
796cc পেট্রল ইঞ্জিন দেয় মারুতি। ৪৮ পিএস পাওয়ারের সুবিধা মেলে। প্রতি লিটারে ২২ কিলোমিটার মাইলেজ দেয় পেট্রল ভ্যারিয়েন্টের গাড়ি। সিএনজি ভ্যারিয়েন্টের মারুতি সুজুকি অল্টোর মাইলেজ ৩১ কিলোমিটার। ৪১ পিএস পাওয়ারের সুবিধা মেলে।
মারুতি সুজুকি অল্টোর ফিচার্স বা বৈশিষ্ট্য
Android Auto এবং Apple CarPlay-তে মারুতি সুজুকি অল্টোর VXi+ ভ্যারিয়েন্টে সাত ইঞ্চি touchscreen infotainment system-এর সুবিধা পাওয়া যায়। চাবি-বিহীন এন্ট্রি (Keyless Entry0 এবং ফ্রন্ট পাওয়ার উইন্ডোজের (Front Power Window) সুবিধা আছে। গাড়ির সুরক্ষার জন্য গাড়িতে এয়ারব্যাগ, রিয়ার পার্কিং সেনসর আছে। বাজারে মূলত Renault Kwid and Datsun redi-GO-এর মতো গাড়ির সঙ্গে প্রতিযোগিতা মারুতি সুজুকি অল্টোর।