প্রিমিয়াম হোম থিয়েটার কেনার কথা ভাবছেন? সেরা প্রোডাক্টগুলি দেখে নিন | Best Premium Home Theaters To Buy In India
Table of Contents

আজকাল সাউন্ডবার, টাওয়ার স্পিকার সহ বিভিন্ন ধরনের হোম থিয়েটার সিস্টেম পাওয়া যায়। প্রত্যেক প্রোডাক্টের নিজস্ব সুবিধা ও অসুবিধা রয়েছে। লিভিং রুমের জন্য কোন হোম থিয়েটার কিনবেন? দেখে নিন।

বোস লাইফস্টাইল ৬৫০ ৫.১ হোম থিয়েটার
বোস লাইফস্টাইল ৬৫০ ৫.১ হোম থিয়েটারে একটি হোম সিনেমা সিস্টেম। থাকছে প্রিমিয়াম গ্লাস টপ ফিনিশ। একসঙ্গে ছয়টা ৪কে, ৬০এফপিএস সোর্স কানেক্ট করা যাবে। পাওয়া যাবে দুর্দান্ত ৫.১ অভিজ্ঞতা।

অঙ্ক্যো এইচটি-এস৭৮০০ ৫.১ হোম থিয়েটার
অঙ্ক্যো এইচটি-এস৭৮০০ ৫.১ হোম থিয়েটারে ৫.১ ২ চ্যানেল আউটপুট থাকছে। থাকছে একটি শক্তিশালী এভি রিসিভার। মোট ১১৯০ ওয়াট আউটপুট পাওয়া যাবে। থাকছে ব্লুটুথ ও এয়ারপ্লে মিউজিক কানেক্টিভিটি।

বোস লাইফস্টাইল ৬০০ ৫.১ হোম থিয়েটার
বোস লাইফস্টাইল ৬০০ ৫.১ হোম থিয়েটারে থাকছ একটি ওয়্যারলেস অ্যাকুস্টিমাস মডিউল। থাকছে প্রিমিয়াম গ্লাস ফিনিশ। দুর্দান্ত বাসের জন্য থাকছে কিউব স্পিকার।

কোয়াড্রাল কুইন্টাস ৫০০০ ৫.১ হোম থিয়েটার
কোয়াড্রাল কুইন্টাস ৫০০০ ৫.১ হোম থিয়েটারে পাঁচটি স্পিকার থাকছে। থাকছে দুর্দান্ত ডিজাইন। লিভিং রুমের জন্য আদর্শ এই হোম থিয়েটার।

ডেনন এভিআর-এক্স২৪০০এইচ ৫.১ হোম থিয়েটার
এটা সিনেমা গ্রেড ৫.১ চ্যানেল সারাউন্ড সাউন্ড সিস্টেম। থাকছে ৫.১.২ অ্যারেঞ্জমেন্ট। দুটি অ্যাটমস স্পিকার ব্যবহার হবে।

সনি বিডিভি-এন৯২০০ডব্লিউ ৫.১ হোম থিয়েটার
এই হোম থিয়েটারে রয়েছে হাই রেসোলিউশন অডিও আউটপুট। থাকছে ব্লুটুথ, এইচডিএমআই-সিইসি ও ৪কে আপস্কেলার।
!function(f,b,e,v,n,t,s){if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;n.queue=[];t=b.createElement(e);t.async=!0;t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,’https://connect.facebook.net/en_US/fbevents.js’);fbq(‘init’,’407111549682023′);fbq(‘track’,’PageView’);