বাড়ি বসেই নতুন টিভি, এসি কেনা যাবে! স্যামসাংয়ের নতুন অফার দেখে নিন | Want To Upgrade Your TV Or AC? Samsung ‘Stay Home, Stay Happy’ Offer Is Here
Table of Contents

ভারতের গ্রাহকদের জন্য ‘স্টে হোম স্টে হ্যাপি’ অফার নিয়ে এসেছে কোম্পানিটি। অনলাইনে পছন্দের জিনিস অর্ডার করলে নিকটবর্তী স্যামসাং রিটেলারের কাছে দ্রুত পৌঁছে যাবে সেই জিনিস। পরে স্থানীয় দোকার আপনার বাড়িতে সেই জিনিস পৌঁছে দেবে। লকডাউন শেষ হলে টিভি ও অন্যান্য ডিজিটাল অ্যাপ্লায়েন্স কেনার পরিকল্পনা থাকলে কী কী করতে হবে? দেখে নিন। এর ফলে ঘরে বসেই নিজের পছন্দের প্রোডাক্ট বুক করা যাবে। টিভি, এসি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটর, স্মার্ট ওভেনের মতো একাধিক ইলেকট্রনিক প্রোডাক্ট প্রি-বুক শুরু হয়েছে।
৮ মের আগে স্যামসাং শপ থেকে প্রি-বুক করলে ১৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও ১৮ মাসের নো-কস্ট আইএমআইয়ের সুবিধা দিচ্ছে সংস্থাটি। থাকছে এক্সপ্রেস ডেলিভারির সুবিধা।

স্যামসাং স্মার্ট টিভিতে ডিসকাউন্ট
স্যামসাং অফারে স্মার্ট টিভিতে ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক মিলবে। থাকছে নো-কস্ট ইএমআই ও প্যানেলে ১+১ বছরের বর্ধিত ওয়্যারিন্টি। সব গ্রাহককে ৩০ দিন বিনামূল্যে জি৫ সাবস্ক্রিপশন দিচ্ছে কোম্পানি।

স্যামসাং রেফ্রিজারেটরে ডিসকাউন্ট
নো-কস্ট ইএমআই, ১৫ শতাংশ ক্যাশব্যাকের সঙ্গেই ১০ বছরের ওয়্যারিন্টি দিচ্ছে স্যামসাং। ডিজিটাল ইনভার্টর কম্প্রেশরে অতিরিক্ত ওয়্যারিন্টি মিলবে।

স্যামসাং ওয়াশিং মেশিনে ছাড়
এই অফারে ওয়াশিং মেশিনেও ১৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। নো-কস্ট ইএমআইয়ের সঙ্গেই থাকছে ১০-১২ বছরের ওয়্যারিন্টি।

স্যামসাং এয়ার কন্ডিশনারে ছাড়
১৫ শতাংশ ক্যাশ-ব্যাক, নো-কস্ত ইএমআই ছাড়াও এই অফারে এসি কিনলে বিনামূল্যে ইন্সটলেশন করে দেবে কোম্পানি। এছাড়াও ৫ বছর পিসিবি কন্ট্রোলার ওয়্যারিন্টি, ৫ বছর কনডেনসারে ওয়্যারিন্টি ও বিনামূল্যে গ্যাস রিচার্জ করে দেবে স্যামসাং।
!function(f,b,e,v,n,t,s){if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;n.queue=[];t=b.createElement(e);t.async=!0;t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,’https://connect.facebook.net/en_US/fbevents.js’);fbq(‘init’,’407111549682023′);fbq(‘track’,’PageView’);