এই সেগমেন্টের প্রতি ১০০টি গাড়ির মধ্যে ২৫টিরও বেশি টাটা নেক্সন। এপ্রিল ২০২২-এ প্রায় সাড়ে ১৩ হাজার ইউনিট টাটা নেক্সন বিক্রি হয়েছে।
1/5২০২২ সালের এপ্রিলেও বিক্রির নিরিখে দেশের সেরা Tata Nexon। Maruti Vitara Brezza, Hyundai Venue, Kia Sonet, Mahindra XUV300 (Mahindra XUV300), Renault Kiger, Nissan Magnite-এর মতো তাবড় এসইউভি-কে টেক্কা দিয়েছে এই গাড়ি। ছবি : টাটা মোটর্স (Tata Motors)
2/5এই সেগমেন্টের প্রতি ১০০টি গাড়ির মধ্যে ২৫টিরও বেশি টাটা নেক্সন। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
3/5এপ্রিল ২০২২-এ প্রায় সাড়ে ১৩ হাজার ইউনিট টাটা নেক্সন বিক্রি হয়েছে। তার আগে মার্চে অবশ্য সংখ্যাটা আরও বেশি ছিল, ১৪,৩১৫টি। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
4/5দ্বিতীয় স্থানে Maruti Brezza : আকর্ষণীয় কালার কম্বিনেশন, স্টাইলিং আর মারুতির নির্ভরযোগ্যতা দিয়ে বাজিমাত ব্রেজার। ছবি : মারুতি (Maruti)
5/5তৃতীয় স্থানে Hyundai Venue। সত্যি বলতে অনেকেই Venue-র এত বিক্রির কথা কল্পনা করেননি। ৮,৩৯২ ইউনিট বিক্রি হয়েছে। আকর্ষণীয় স্টাইলিং, Hyundai-এর ফিট-ফিনিশ আর রিফাইনমেন্টের কারণেই এর চাহিদা। ছবি : হুন্ডাই (Hyundai)