Flipkart-এ ‘Realme Priority Pass’ চালু করেছে রিয়েলমি। এই পাসের দাম ১০০ টাকারও কম। কিন্তু সংস্থার দাবি, এতে হাজার হাজার টাকার মুনাফা হবে।
1/5Sivanandan will work closely with local leadership in international markets as well as with the Disney+ team in the US to drive Disney+ Hotstar’s continuous growth. (MINT_PRINT)
2/5Flipkart-এ ‘Realme Priority Pass’ চালু করেছে রিয়েলমি। এই পাসের দাম ১০০ টাকারও কম। কিন্তু সংস্থার দাবি, এতে হাজার হাজার টাকার মুনাফা হবে। ছবি: রিয়েলমি (MINT_PRINT)
3/5পাসটির মাধ্যমে ফোনে অতিরিক্ত ডিসকাউন্ট, ফ্রি স্ক্রিন ড্যামেজের বিমা এবং একটি ফ্রি OTT সাবস্ক্রিপশনও পাবেন। ফাইল ছবি- ফ্লিপকার্ট (MINT_PRINT)
4/5ফ্লিপকার্টে মাত্র ৯৯ টাকায় এই রিয়েলমি প্রায়োরিটি পাস পাবেন। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত Flipkart-এ এই প্রায়োরিটি পাস পাওয়া যাবে। তারপর ৮ সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্টে স্মার্টফোন কেনার পাশাপাশি একাধিক বেনেফিট পাবেন। ফাইল ছবি- মিন্ট (MINT_PRINT)
5/5Big Billion Days Sale 2022-এ এই ক্যাশব্যাক কুপনটি কাজে লাগাতে পারবেন। তবে মনে রাখবেন, একবার এই পাসটি কিনলে সেটি আর কোনওভাবে রিভান্ড পাবেন না। ছবি : ফ্লিপকার্ট (MINT_PRINT)