মাসে খরচ মাত্র ১২০ টাকা, Jio, Airtel ও Vi-র সবথেকে সস্তা বার্ষিক প্ল্যান কোনটা?

Spread the love

একেবারে এক বছরের রিচার্জ করে ফেলতে চান? সেরকম সুযোগ দিচ্ছে রিলায়েন্স জিয়ো (Reliance Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন-আইডিয়া (Vi।)। যে রিচার্জ প্ল্যানগুলিতে মাসিক ১২০ টাকার মতো খরচ পড়বে। একনজরে দেখে নিন তিন নেটওয়ার্কের বার্ষিক প্ল্যান –

এয়ারটেলের ১,৪৯৮ টাকার রিচার্জ প্ল্যান




১) ৩৬৫ দিনের ভ্যালিডিটি।

২) সেই রিচার্জে প্ল্যানে মাসিক ১২৪.৮ টাকা খরচ পড়ে। 

৩) ২৪ জিবি ডেটা মিলবে। 

৪) যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে ফোন  করা যাবে। অর্থাৎ ফ্রি ভয়েস কলের সুবিধা মিলবে।

৫) বিনামূল্যে ৩,৬০০ মেসেজ মিলবে।

৬) বিনামূল্যে Airtel Xstream অ্যাপ প্রিমিয়াম, Hello Tunes, আনলিমিটেড ডাউনলোডের সুবিধা-সহ Wynk Music-এর সাবস্ক্রিপশন মিলবে।

জিয়োর ১,২৯৯ টাকার রিচার্জ প্ল্যান

১) ৩৩৬ দিনের ভ্যালিডিটি।

২)  মাসিক খরচ ১১৮ টাকা।

৩) ২৪ জিবি ডেটা। সেই সীমা পেরিয়ে গেলে ইন্টারনেটের স্পিড 64 Kbps-তে নেমে যাবে।

৪) ফ্রি ভয়েস কলের সুবিধা মিলবে।

৫) বিনামূল্যে ৩,৬০০ মেসেজ মিলবে।

৬) বিনামূল্যে JioTV, JioCinema, JioSaavn, Jio অ্যাপের সুবিধা মিলবে।

ভোডাফোন-আইডিয়ার ১,৪৯৯ টাকার রিচার্জ প্ল্যান

১) ৩৬৫ দিনের ভ্যালিডিটি।

২) সেই রিচার্জে প্ল্যানে মাসিক ১২৪.৯১ টাকা খরচ পড়ে।

৩) যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে ফোন করা যাবে।

৪) বিনামূল্যে ৩,৬০০ মেসেজ করা যাবে।

৫) ২৪ জিবি ডেটা।

Source link


Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Secured By miniOrange