Airtel New Plan: বর্তমানে সব কাজেই ইন্টারনেটের প্র… more
Airtel New Plan: বর্তমানে সব কাজেই ইন্টারনেটের প্রয়োজন হয়। অনলাইন পেমেন্ট, পড়াশোনা থেকে শুরু করে খেলা বা ওয়েব সিরিজ দেখা, সব ক্ষেত্রেই নেটের উপর নির্ভরশীল অনেকেই। ফলে প্রতি মাসে আগের তুলনায় আরও বেশি ডেটা লাগে। সেক্ষেত্রে এই প্ল্যানগুলি কাজে লাগতে পারে।
1/5আনলিমিটেড কল এবং ভরপুর ডেটা। প্রিপেড রিচার্জের সময়ে এই দু’টি দিকেই লক্ষ্য রাখেন ক্রেতারা। আর সেই বিষয়টি মাথায় রেখেই নতুন ২টি প্ল্যান আনল এয়ারটেল। নতুন প্ল্যানে মাসে ৬০ GB পর্যন্ত ডেটা পাবেন। ফাইল ছবি: রয়টার্স, পিটিআই (Reuters, PTI)2/5বর্তমানে সব কাজেই ইন্টারনেটের প্রয়োজন হয়। অনলাইন পেমেন্ট, পড়াশোনা থেকে শুরু করে খেলা বা ওয়েব সিরিজ দেখা, সব ক্ষেত্রেই নেটের উপর নির্ভরশীল অনেকেই। ফলে প্রতি মাসে আগের তুলনায় আরও বেশি ডেটা লাগে। সেক্ষেত্রে এই প্ল্যানগুলি কাজে লাগতে পারে। ফাইল ছবি: পেক্সেলস (Reuters, PTI)3/5Airtel ৪৮৯ টাকার প্ল্যান: এয়ারটেলের এই প্ল্যানে ৩০ দিনের মেয়াদ। এই এক মাসে আপনি মোট ৩০০টি SMS পাঠাতে পারবেন। সেই সঙ্গে লোকাল, STD এবং রোমিংয়ে আনলিমিটেড কল পাবেন। তবে এই প্ল্যানের অন্যতম আকর্ষণ হল এর ৫০GB ডেটা। এর পাশাপাশি উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশন, ফ্রি হ্যালো টিউনস, অ্যাপোলো 24×7 সার্কেল এবং FASTag-এ ক্যাশব্যাক পাবেন। ছবি: এয়ারটেল (Reuters, PTI)4/5Airtel ৫০৯ টাকার প্ল্যান: এই প্ল্যানেও ৩০ দিনের মেয়াদ দিচ্ছে এয়ারটেল। মোট ৩০০টি SMS পাঠাতে পারবেন। এর পাশাপাশি STD এবং রোমিংয়ে আনলিমিটেড কলও রয়েছে। তাহলে বাড়তি টাকার জন্য কী পাবেন? এই প্ল্যানে মোট ৬০GB ডেটা পাবেন। এর পাশাপাশি উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশন, ফ্রি হ্যালো টিউনস, অ্যাপোলো 24×7 সার্কেল এবং FASTag-এ ক্যাশব্যাক পাবেন। ছবি: এয়ারটেল (Reuters, PTI)5/5প্রসঙ্গত, Airtel সম্প্রতি ৯৯ টাকার প্ল্যানটি আরও ৭টি সার্কেলে বন্ধ করে দিয়েছে। ফলে বর্তমানে ন্যূনতম মাসিক প্ল্যান দাঁড়াচ্ছে ১৫৫ টাকা। ছবি: এয়ারটেল (Reuters, PTI)