সস্তায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরা! শীঘ্রই ভারতে আসছে Redmi 10

Spread the love

শীঘ্রই ভারতে আসছে Redmi 10। এমনটাই জানাল Xiaomi । ইতিমধ্যেই এই ফোনের বিষয়ে টুইটারে আভাস দিয়েছে সংস্থা।

অনেকেই ১০ থেকে ১৫,০০০ টাকা রেঞ্জের মধ্যে স্মার্টফোন খোঁজেন। যাতে মোটামুটি ভাল ছবি, ভালো ব্যাটারি লাইফ ও একটু ব্যাটেলগ্রাউন্ড খেলা গেলেই যথেষ্ট। তবে সিংহভাগ ক্রেতার নজর থাকে ক্যামেরায়। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ক্যামেরা কোয়ালিটি ম্যাটার্স। তাই এদিকে নজর দিচ্ছে সব সংস্থাই।

Redmi 10-এর আকর্ষণ নিঃসন্দেহে এর ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। আর কী কী স্পেসিফিকেশন পাবেন?

Redmi 10-এর স্পেসিফিকেশন :

RAM : 4 GB/ 6 GB

Internal Memory : 64 GB/ 128 GB

Processor : MediaTek Helio G88

ব্যাটারি : 5,000mAh

ডিসপ্লে : ৬.৫ ইঞ্চি ফুল HD+

রিয়ার ক্যামেরা : কোয়াড ক্যামেরা ডিসপ্লে। প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের

ফ্রন্ট ক্যামেরা : এখনও জানা যায়নি।

Redmi 10-এর দাম কত?

৪ জিবি RAM,৬৪ জিবি মডেলের দাম ১১,৯৯৯ টাকা। ফলে ১২ হাজার টাকারও কম দামে ভালই স্পেসিফিকেশন।

এদিকে এখন এই একই দামে পাওয়া যাচ্ছে Redmi Note 9 । তাতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

ফোনটি কবে লঞ্চ হবে, সে বিষয়ে এখনও তারিখ ঘোষণা করেনি সংস্থা। তবে ওয়াকিবহাল মহলের দাবি, এক মাসের মধ্যেই তা হতে পারে।

Source link


Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Secured By miniOrange