২৬,০০০ টাকার কমে এই টিভিগুলিতে পাবেন ৫০ ইঞ্চি ডিসপ্লে | Best 50- Inch Screen Smart TVs To Buy In India Under Rs. 26,000
Table of Contents

কোডাক, কোয়া, অ্যাডসান, থমসন, ট্রাইগার ও অন্যান্য ব্র্যান্ডের টিভি কেনার জন্য বেশি খরচ করতে হবে না। ৩০,০০০ টাকার কম দামের এই সব ব্র্যান্ডের টিভি পাবেন।

কোডাক ৫০ ইঞ্চি এলইডি ৪কে টিভি
কোডাক ৫০ ইঞ্চি ৪কে টিভিতে আলট্রা এইচডি রেসোলিউশন পাবেন। এই টিভিতে বিল্ট ইন ওয়াই-ফাই থাকছে। ইন্টারনেটে কানেক্ট করে এই টিভিতে বিভিন্ন কনটেন্ট দেখা যাবে।

কোয়া ৫০ ইঞ্চি এলইডি ৪কে টিভি
২৬,০০০ টাকার কমে এই টিভিতেও পাবেন ৫০ ইঞ্চি ডিসপ্লে। কোয়া ৫০ ইঞ্চি টিভিতে থাকছে একটি ৪কে ডিসপ্লে। এই টিভিতে দুটি ২০ ওয়াট স্পিকার থাকবে। থাকছে ডলবি অডিও সাপোর্ট। ফলে এই টিভিতে ভালো ছবির সঙ্গেই দুর্দান্ত সাউন্ড পাবেন।

অ্যাডসান ৫০ ইঞ্চি এলইডি ৪কে টিভি
অ্যাডসান ৫০ ইঞ্চি এলইডি ৪কে টিভিতে দুটি এইচডিএমআই পোর্ট থাকছে। সঙ্গে রয়েছে দুটি ইউএসবি পোর্ট, ভিজিএ পোর্ট। ফলে ল্যাপটপের সঙ্গেও এই টিভি কানেক্ট করা যাবে। দাম ২৬,০০০ টাকার কম।

থমসন ৫০ ইঞ্চি এলইডি ৪কে টিভি
বিশ্বব্যাপী জনপ্রিয় নাম থমসন। সম্প্রতি ভারতে কোম্পানির বাজেট স্মার্টটিভি লঞ্চ হয়েছে। ২৬,০০০ টাকার কম দামেই মিলবে থমসনের ৫০ ইঞ্চি টিভি। এই টিভিতে থাকছে একটি ৪কে ডিসপ্লে।

ট্রাইগার ৫০ ইঞ্চি ফুল এইচডি টিভি
২৬,০০০ টাকার কম দামের এই টিভিতে ৫০ ইঞ্চি ডিসপ্লে থাকলেও ফুল এইচডি রেসোলিউশন পাওয়া যাবে। সঙ্গে থাকছে ওয়াই-ফাই, ইথারনেট পোর্ট। দুটি ১৬ ওয়াট স্পিকার আউটপুট থাকবে।

কোডাক ৫০ ইঞ্চি ফুল এইচডি টিভি
এই টিভিতে ৫০ ইঞ্চি ডিসপ্লের সঙ্গেই থাকছে ফুল এইচডি রেসোলিউশন। ফোন থেকে মিডিয়া প্লে ব্যাকের মতো স্মার্ট ফিচার থাকছে। রয়েছে বিল্ট ইন ওয়াইফাই।