Aadhaar Card New Rules: সকল সংস্থাকে আধার কার্ডের ফোটোকপি দেবেন না, সতর্কতা কেন্দ্রের, কাদের দেওয়া যাবে?
সকল বেসরকারি সংস্থার কাছে আধার কার্ডের ফোটোকপি দেবেন না। তা অপব্যবহার করা হতে পারে। এমনই সতর্কবাণী দিল কেন্দ্র। সেইসঙ্গে উপভোক্তাদের ‘মাস্কড আধার কার্ড’ (যাতে আধার নম্বরের শেষ চারটি ডিজিট থাকে) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
গত শুক্রবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যে সংস্থাগুলি ইউআইডিএআইয়ের (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) থেকে লাইসেন্স নিয়েছে, সেই সংস্থাগুলি কোনও ব্যক্তির পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড ব্যবহার করতে পারে।
আরও পড়ুন: Aadhaar Card Download: রেজিস্টার্ড ফোন নম্বর ব্যবহার করেন না? তাও কীভাবে আধার কার্ড ডাউনলোড করবেন?
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, হোটেল, সিনেমা হলের মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলি আধার কার্ডের ফোটোকপি সংগ্রহ করতে বা রাখতে পারবে না। ২০১৬ সালের আধার আইনের আওতায় সেটা অপরাধ বলে বিবেচিত হয়। যদি কোনও বেসরকারি সংস্থা আধার কার্ডের ফোটোকপি চায়, তাহলে ওই সংস্থার কাছে ইউআইডিএআইয়ের লাইসেন্স আছে কিনা, দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মাস্কড আধার কার্ড এবং তা কীভাবে ডাউনলোড করবেন (Masked Aadhaar card)?
মাস্কড আধার কার্ডে ১২ ডিজিটের আধার নম্বর থাকে না। বরং তাতে শেষ চারটি ডিজিট দেখা যায়। যা ইউআইডিএআইয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। যা আধার কার্ডের ফোটোকপির বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে।
১) UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/-তে যান।
২) নিজের আধার কার্ড নম্বর দিন।
৩) ‘Do you want a masked Aadhaar’ অপশন বেছে নিন।
৪) তারপর ডাউনলোড করে নিন মাস্কড আধার কার্ড। যাতে আধার নম্বরের শুধুমাত্র শেষ চারটি ডিজিট থাকবে।