‘5G ইন্টারনেটের জগতে বিপ্লব ঘটিয়েছে। কানেক্টিভিটি এবং যোগাযোগের নতুন যুগের সূচনা করেছে। এটি দেশের ছবি বদলে দেবে,’ বলেন রণদীপ সেখন, CTO, ভারতী এয়ারটেল।
1/5আরও ১২৫টি শহরে পৌঁছে গেল ভারতী এয়ারটেলের 5G। এই নিয়ে দেশের মোট ২৫৬টি স্থানে Airtel 5G-র নেটওয়ার্ক পৌঁছে গিয়েছে। সোমবার এমনটাই জানিয়েছে ভারতী এয়ারটেল। ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (Bloomberg)2/5গত সপ্তাহেই এই বিষয়ে আরও এক ঘোষণা করেছিল এয়ারটেল। সংস্থা জানায়, সম্প্রতি তারা মোট ১ কোটি 5G ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করেছে। ছবি : মিন্ট প্রিন্ট (Bloomberg)3/5‘5G ইন্টারনেটের জগতে বিপ্লব ঘটিয়েছে। কানেক্টিভিটি এবং যোগাযোগের নতুন যুগের সূচনা করেছে। এটি দেশের ছবি বদলে দেবে,’ বলেছেন রণদীপ সেখন, CTO, ভারতী এয়ারটেল। ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)
4/5তিনি আরও বলেন, ‘এয়ারটেলই দেশে প্রথম 5G পরিষেবা অফার করা শুরু করে। সেই ২০২২ সালের অক্টোবরে। বর্তমানে আমরা 5G রোলআউটের মাধ্যমে দেশের সমস্ত শহরকে কভার করার পথে এগিয়ে চলছি। ২০২৪ সালের মার্চের মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ এলাকাতেও পৌঁছে যাব।’ ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (Bloomberg)5/5প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২-এর অক্টোবর থেকেই ভারতে উচ্চ-গতির 5G পরিষেবা সরবরাহ করা শুরু করে টেলিকম সংস্থাগুলি। সরকার ২০২২ সালের অগস্টে টেলিকম পরিষেবা প্রদানকারীদের কাছে স্পেকট্রাম বরাদ্দের জন্য চিঠি জারি করে। এরপরেই তাদের দেশে 5G পরিষেবার রোলআউটের জন্য প্রস্তুত হতে বলা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই) (Bloomberg)