শুধু এই মডেলেই নয়। এর আগের, অল্টো ৮০০ মডেলেও প্রায় ২৯ হাজার টাকার দুর্দান্ত ছাড় পাবেন। অর্থাৎ এই উৎসবের মরসুমে আপনি কম দামে অল্টোর দু-দু’টি মডেল পাবেন।
1/5উৎসবের মরসুমে কম দামের মধ্যে গাড়ি কিনতে চান? সেক্ষেত্রে Maruti-র নতুন Alto K10 অবশ্যই পছন্দের তালিকায় রাখতে পারেন। বিশেষত এখন এই গাড়িতে আরও ২৫ হাজার টাকা ছাড় দিচ্ছে মারুতি। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/5গত মাসেই এই গাড়িটি লঞ্চ করেছিল মারুতি সুজুকি। নতুন মডেলে ফ্রেশ লুক এনেছে সংস্থা। ছবি-পিটিআই (PTI)
3/5Alto K10-এর এক্স-শোরুম দাম ৩.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। ম্যানুয়াল ভেরিয়েন্টে ২৪.৩৯ কিলোমিটার/লিটার মাইলেজ পাবেন। ছবি-পিটিআই (PTI)
4/5মারুচি সুজুকিও সম্প্রতি অল্টোর দাম ১২ হাজার টাকা বৃদ্ধি করেছে। ফাইল ছবি : মারুতি সুজুকি (PTI)
5/5৪) Maruti Alto: চতূর্থ স্থানে রয়েছে মারুতি অল্টো ৮০০ । প্রথম গাড়ি হিসাবে এখনও মধ্যবিত্তের প্রথম পছন্দ এই গাড়ি। মার্চ মাসে ১৭,৪০১ ইউনিট অল্টো বিক্রি হয়েছে। গত বছরের মার্চের তুলনায় প্রায় ৬১% বেশি। দাম : ২.৯৯ লক্ষ-৪.৪৮ লক্ষ টাকা। ছবি : মারুতি সুজুকি (PTI)