Amazon Great Freedom Festival: হেডফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপে আকর্ষণীয় ছাড়! , Bangla News
শুরু হল অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভাল সেল (Amazon Great Freedom Festival)। আগামী ৯ অগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সেল চলবে। ইলেকট্রনিক্স, ল্যাপটপ এবং অ্যাকসেসরিজের উপর আকর্ষণীয় ছাড় মিলবে বলে জানিয়েছে সংস্থা। তাছাড়া এসবিআই ক্রেডিট কার্ড এবং ইএমআই-এ ইনস্ট্যান্ট ১০ শতাংশ ছাড় পাবেন।
স্যামসাং, ওয়ানপ্লাস, রেডমি, বোট, সোনি, জেবিএল, অ্যামেজফিট, নয়েজ, বোট, ওপো, রোড এবং আরও বেশ কিছু নামী সংস্থার গেজেটসে অফার পাবেন। এইচপি, লেনোভো, আসুস, এলজি এবং আরও অনেক ব্র্যান্ডের নতুন ল্যাপটপে ৪০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
নজরে রাখার মতো কিছু অফার:
boAt Airdopes 441: 6mm ড্রাইভার এবং ক্যাপাসিটিভ টাচ কন্ট্রোলের সুবিধা পাবেন। প্রতিটি ইয়ারবাডের ব্যাটারির ক্ষমতা 35mAh। boAt-এর দাবি একবার ফুল চার্জ দিলে ৫ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক হবে। এছাড়া ক্যারি কেসের মাধ্যমে চার্জ হবে। ফলে অতিরিক্ত ২৫ ঘণ্টা প্লেব্যাক পাবেন। সেলে ১,৭৯৯ টাকায় পাবেন।
boAt Xtend Smartwatch: রাউন্ড ডায়াল এবং ক্যাপাসিটিভ টাচ থাকছে এই স্মার্টওয়াচে। LCD ডিসপ্লে পাবেন। এটি হার্ট রেট এবং SPO2 (রক্তে অক্সিজেনের মাত্রা) রিডিংয়ের অপশন আছে। সেলে ২,৯৯৯ টাকায় কিনতে পারবেন।