ASA জানিয়েছে 2023 CT1 নামের এই গ্রহাণু পৃথিবীর দিকে রওনা দিয়েছে। বুধবার, ১৫ ফেব্রুয়ারি পৃথিবীর খুব কাছ দিয়ে এটি উড়ে যাবে বলে মনে করা হচ্ছে। এটি পৃথিবী থেকে ৮,৩৮,০০৩ কিলোমিটার দূরত্ব দিয়ে যাবে। নাসার মতে, এটি ঘণ্টায় ৬০,৯০৫ কিলোমিটার গতিতে ছুটছে।
1/5পৃথিবীতে আঘাত হানতে পারে এমন গ্রহাণু আটকাতে, NASA সম্প্রতি ডার্ট নামের একটি অভিযান চালিয়েছে। ডাবল অ্যাস্টেরয়েড ডিটেকশন টেস্ট মিশনের মাধ্যমে একটি মহাকাশযান দিয়ে ‘ডিমারফস’ নামক একটি গ্রহাণুতে আঘাত করা হয়। এর মাধ্যমে গ্রহাণুটিকে তার পথ থেকে ঠেলে সরিয়ে দেওয়া হয়। এর থেকেই প্রমাণ হয় যে, কোনওদিন কোনও গ্রহাণু পৃথিবীর অভিমুখে চালিত হলেও তাকে রুখে দেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে। ফাইল ছবি: পিক্সাবে (Twitter)2/5তবে একটি বিষয় এখনও অনিশ্চিত। নাসা একেবারে কম সময়ের সতর্কতাতেই এমনটা করতে পারবে কিনা, তা জানা নেই। বিষয়টি আরও প্রাসঙ্গিক কারণ সময়ের সঙ্গে আরও বেশি নতুন নতুন গ্রহাণু আবিষ্কৃত হচ্ছে। এই কারণেই পৃথিবীর কাছাকাছি আসা এই গ্রহাণুগুলির বিষয়ে সদা পর্যবেক্ষণের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ফাইল ছবি: নাসা (Twitter)3/5পৃথিবীর নিকটবর্তী গ্রহাণুগুলির তালিকায় আজ একটি নবতম সংযোজন হতে চলেছে। বুধবার পৃথিবীর সন্নিকটস্থ অঞ্চল দিয়ে একটি গ্রহাণু চলে যাবে। ছবি : টুইটার (Twitter)
4/5Asteroid 2023 CT1: NASA জানিয়েছে 2023 CT1 নামের এই গ্রহাণু পৃথিবীর দিকে রওনা দিয়েছে। বুধবার, ১৫ ফেব্রুয়ারি পৃথিবীর খুব কাছ দিয়ে এটি উড়ে যাবে বলে মনে করা হচ্ছে। এটি পৃথিবী থেকে ৮,৩৮,০০৩ কিলোমিটার দূরত্ব দিয়ে যাবে। নাসার মতে, এটি ঘণ্টায় ৬০,৯০৫ কিলোমিটার গতিতে ছুটছে। যা কিনা কোনও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি দ্রুত! (ছবিটি প্রতীকী, সৌজন্য টুইটার @SOFIAtelescope) (Twitter)5/5আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে এই স্কেল গুলিয়ে ফেললে চলবে না। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে ‘কাছাকাছির’ পরিমাপ কিন্তু অনেকটাই বেশি। পৃথিবী থেকে ১৯.৪ কোটি কিলোমিটার দূরত্ব পর্যন্ত যে কোনও গ্রহাণু বা অন্যান্য ছোট সৌরজাগতিক বস্তুকে পৃথিবীর নিকটবর্তী বস্তু হিসাবে বিবেচনা করা হয়। ফাইল ছবি: এএফপি (Twitter)