Google Doodle on Happy New Year 2023: টুপ করে ২০২২ পালটে হল ২০২৩, ফাটল শেল – নয়া বছরের শুরুতেই ছক্কা Google Doodle-র
একেবারে রঙিনভাবে নববর্ষ উদযাপন করল গুগল। নববর্ষে অ্যানিমেটেড ডুডলে দেখা গিয়েছে যে ‘Google’-র মধ্যে ২০২২ লেখা আছে। কিছুক্ষণ পর একটি ‘২’ উপরের দিকে চলে গিয়ে ভ্যানিশ হয়ে যায়। তারপর অপর থেকে ‘৩’ চলে আসে। যা ওই সংখ্যাগুলির উপর লাফিয়ে-লাফিয়ে একেবারে শেষে ‘৩’ যোগ হয়ে ২০২৩ সালে পরিণত হয়। সেইসময় ফাটানো হয় বাজিও।
শুধু তাই নয়, গুগল ডুডলের উপর ক্লিক করলে আরও একটি পেজ খুলে যাচ্ছে। তারপর জন্মদিন বা অন্য কোনও উৎসবে যেমন শেল ফাটানো হয়, সেরকমভাবেই শেল ফাটানোর মতো গ্রাফিক্সও যোগ করা হয়েছে গুগলের পেজে। উপরে লেখা আছে – ‘New Year’s Day’। তার পাশেই গুগলের ডুডল আছে। যে ডুডলে কয়েকজনের মুখের মতো আকৃতি যোগ করেছে গুগল। ‘৩’ আসতেই যেগুলির মুখে হাসি চলে এসেছে। ওই ডুডলের নীচে একাধিক খবরের লিঙ্ক এবং অন্যান্য তথ্য দেওয়া হয়েছে। আছে অন্যান্য তথ্যও।
এমনিতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী, ১ জানুয়ারি হল নয়া বছরের পয়লা দিন (Happy New Year 2023)। প্রতিবারের মতো এবারও আড়ম্বরের সঙ্গে নয়া বছর উদযাপন করা হয়েছে। ঘড়ির কাঁটা রাত ১২ টা ছুঁতেই বিশ্বের বিভিন্ন প্রান্ত উচ্ছ্বাসে ফেটে পড়ে। পোড়ানো হয় আতসবাজি। আলোর রোশনাইয়ে উদ্ভাসিত হয়ে ওঠে বিশ্বের বিভিন্ন প্রান্ত। একে-অপরকে নববর্ষের শুভেচ্ছা জানানো হতে থাকে। গুগলের তরফেও নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।
নববর্ষের আগেও গুগল ডুডল
এবার ২০২২ সালের শেষদিনেও গুগলের তরফে বিশেষ ডুডল তৈরি করা হয়েছিল। নয়া বছরের শুভেচ্ছা জানাতে যেরকম ডুডল আছে, সেরকমই ছিল। শুধু ২০২৩ হচ্ছিল না। ওই ডুডলের সঙ্গে গুগলের তরফে লেখা হয়েছিল, ‘আজ নিউ ইয়ার্স ইভ উদযাপন করছে ডুডল। ২০২২ সালের কথা স্মরণ করা এবং ২০২৩ সালে নতুনভাবে শুরুর সময় এসে গিয়েছে। আপনি আতসবাজি পোড়ান বা নিজের লক্ষ্য ঠিক করুন, ২০২৩ সালে যে যে ভালো জিনিস হবে, তাকে স্বাগত জানানো হোক! ৩…২…১।’