Harmful Apps: অ্যান্ড্রয়েড ফোন থাকলে এই ৫টি অ্যাপ থেকে সাবধান! হারাবেন সর্বস্ব

Spread the love

অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের অন্যতম সুবিধা কী জানেন? ব্যবহারকারীরা লাখ লাখ অ্যাপ ডাউনলোড ও ব্যবহার করার সুযোগ পান। এর সাহায্যে ফোনে নানা ধরনের কাজ করা যায়। এদিকে এই অ্যাপের মধ্যেই অনেক সময়ে থাকে বিপত্তি। অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ক্ষতি করার চেষ্টা করে প্রতারকরা। আবারও এমন ঘটনা প্রকাশ্যে এসেছে। গুগল প্লে-স্টোর থেকে এমন বেশ কয়েকটি অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, নতুন করে আরও ৫টি বিপজ্জনক অ্যাপকে চিহ্নিত করা হয়েছে। প্রতারকরা এই অ্যাপের মাধ্যমে ডেটা চুরির কারবার চালাচ্ছিল বলে জানা গিয়েছে। আরও পড়ুন: মেসেজ পেয়েই তড়িঘড়ি লিঙ্কে ক্লিক করেন? মুহূর্তের মধ্যে সব টাকা উধাও হতে পারে

আমস্টারডামের সাইবার নিরাপত্তা সংস্থা থ্রেট ফ্যাব্রিক এই বিষয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছে। সংস্থা জানিয়েছে, আপাত সাধারণ অ্যাপের মতো দেখতে এগুলি। কিন্তু এই পাঁচটি অ্যান্ড্রয়েড অ্যাপে ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের ডেটা চুরি হয়ে যায়। ট্রোজান ম্যালওয়্যারের উপর ভিত্তি করে এই ড্রপার অ্যাপগুলি ব্যবহারকারীর লগ ইনের তথ্য, অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাঙ্ক সম্পর্কিত তথ্য চুরি করতে পারে। প্রোডাক্টিভিটি অ্যাপ বলে এগুলি প্লে স্টোরে বিক্রি করা হয়। কিন্তু তার আড়ালেই লুকিয়ে ফাঁদ।

বিপজ্জনক অ্যাপগুলি থেকে অকল্পনীয় ক্ষতি হতে পারে

ম্যালওয়্যার ড্রপার অ্যাপের মাধ্যমে প্রতারণা ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। সাম্প্রতিককালে প্রতারকদের অন্যতম অস্ত্র হয়ে উঠেছে এটি। এই অ্যাপগুলি সরাসরি ডিভাইসের কোনও ক্ষতি করে না। সেই কারণেই ব্যবহারকারীরা অস্বাভাবিক কিছুই টের পান না। অ্যাপগুলি কোনও ম্যালওয়্যার চেকিং প্ল্যাটফর্মেও ধরা পড়ে না। একবার ইনস্টল হয়ে গেলে, এটি ব্যবহারকারীকে আপডেটটি ইনস্টল করতে বলে। সেই আপডেটের সঙ্গে সঙ্গেই ফোনে ম্যালওয়্যারও ইনস্টল করা হয়।

এই Android Apps ফোনে থাকলে তা অবিলম্বে আন-ইনস্টল করে দিন

আপনার স্মার্টফোনে নিচের উল্লিখিত অ্যাপগুলির মধ্যে কোনওটি ইনস্টল করা থাকলে অবিলম্বে সেগুলি আনইনস্টল করুন।

১. ফাইল ম্যানেজার স্মল, লাইট

২. মাই ফিটনেস ট্র্যাকার

৩. জেটার অথেন্টিকেশন

৪. কোডাইস ফিসকাল 2022

৫. রিকভার অডিয়ো, ইমেজ অ্যান্ড ভিডিয়োজ

আরও পড়ুন: মেসেজে কোনও লিঙ্ক এসেছে? ভুলেও ক্লিক করবেন না! সতর্ক করে দিল কেন্দ্র

লক্ষ লক্ষ ব্যবহারকারীর ফোনে ডাউনলোড হয়ে গিয়েছে

প্রতিবেদনে বলা হয়েছে, শার্কবট ট্রোজান ম্যালওয়্যার থাকা এই অ্যাপগুলি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, ইতালি, জার্মানি, স্পেন এবং পোল্যান্ডের মতো বাজারে সবচেয়ে বেশি ডাউনলোড করা হয়েছে। প্রথম দু’টি অ্যাপ প্রায় ১ হাজার বার ডাউনলোড করা হয়েছে। শেষ তিনটি অ্যাপ ১ লক্ষেরও বেশিবার ডাউনলোড হয়েছে। এর মানে, অনেক ব্যবহারকারীই এই অ্যাপগুলি দ্বারা প্রভাবিত হয়েছেন।

Source link


Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Secured By miniOrange