How to track stolen mobile-চুরি যাওয়া ফোন ট্র্যাক, ব্লক করতে পারবেন কীভাবে? জেনে রাখুন, কাজে লাগবে

Spread the love

স্মার্টফোন চুরি যাওয়া। প্রত্যেকের নিজের বা পরিচিত কারও কখনও না কখনও স্মার্টফোন হারিয়েছে। পকেটমারের হাতে গেলে তো কথাই নেই। এমন অবস্থায় আর্থিকের পাশাপাশি মানসিক চাপও তৈরি হয়। মানুষ কষ্ট করে টাকা জমিয়ে ফোন কেনেন। তাতে অনেক প্রয়োজনীয় নথি, পেমেন্টের ব্যবস্থা এবং ছবিও থাকে। ফলে চুরি বা হারিয়ে গেলে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। তবে আপনি কি জানেন, চাইলে আপনার স্মার্টফোন ঠিক কোথায় তা আপনি নিজেই ট্র্যাক করতে পারবেন!

হ্যাঁ, IMEI নম্বর ব্যবহার করেই আপনার হারিয়ে যাওয়া মোবাইলটিকে ট্রেস এবং ব্লক করতে পারবেন। যা ক্ষতি হওয়ার, তা তো হয়েই গিয়েছে। আপনার ফোন যাতে কোনও অসত্ কাজে ব্যবহার না হয়, তা কিন্তু আপনাকেই নিশ্চিত করতে হবে। তাই অবশ্যই IMEI দিয়ে ট্রেস এবং ব্লক করবেন। আরও পড়ুন: Jio Recharge Plan: Jio-র ৭৫ টাকার এই প্ল্যানে পাবেন আনলিমিটেড কল, ২.৫ GB ডেটা

IMEI নম্বর আবার কী?

প্রতিটি ফোনের একটি ১৫ সংখ্যার অনন্য নম্বর থাকে। অনেকটা ধরুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের মতো। একেই বলা হয় ‘ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি’, সংক্ষেপে IMEI নম্বর। প্রতিটি মোবাইল ডিভাইসে একেবারে IMEI নম্বর থাকে। এটা আপনার ফোনের আধার বা প্যান নম্বর ভাবতে পারেন। মানে এটিই আপনার ফোনের পরিচয়।

সব ফোনের বাক্সেই এই IMEI নম্বর লেখা থাকে। ফোনের সেটিংসেও IMEI চেক করতে পারেন।

তাই ট্র্যাক করার জন্য ফোনের বাক্স থাকাটা গুরুত্বপূর্ণ। নয়তো ফোনের IMEI নম্বর কোথাও লিখেও রেখে দিতে পারেন।

IMEI কী তো জানা হল, এবার জানুন এটা কীভাবে কাজে লাগাবেন:

১. CEIR এর অফিসিয়াল ওয়েবসাইটে যান (https://ceir.gov.in/Home/index.jsp#)। বর্তমানে দিল্লি, মহারাষ্ট্র ও কর্ণাটকে সরকার এই পরিষেবা দিচ্ছে।

২. সমস্ত হারানো মোবাইল ডিভাইসের সমস্ত দরকারি তথ্য দিন, যেমন

ব্র্যান্ড, মডেল, শেষ কোথায় ছিল ইত্যাদি ।

৩. বিকল্প কোনও নম্বর দিন, যেটি আপনার কাছে এই মুহূর্তে চালু আছে। তাতে OTP আসবে।

৪. OTP পেলে সেটা সাবমিট করে দিন। এরপর একটি রিকোয়েস্ট ID নম্বর পেয়ে যাবেন। এর মাধ্যমে IMEI ব্লক করতে পারবেন।

CEIR ওয়েবসাইট ব্যবহার করে, আপনার হারিয়ে যাওয়া ফোনের অবস্থান, পুলিশি তদন্ত এগিয়েছে কিনা, তাও পরীক্ষা করতে পারেন। ভাগ্যবলে যদি ফোন পেয়েও যান, সেক্ষেত্রে পরে IMEI নম্বরটি আনব্লকও করতে পারবেন। আরও পড়ুন: Satelite Calling: সিম লাগবে না, স্যাটেলাইট দিয়েই করা যাবে ফোন কল!

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Source link


Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Secured By miniOrange