Jio আর BSNL-এর মধ্যে কোনটায় বেশি সুবিধা? জেনে নিন
এখন Jio আর BSNL-এর মধ্যে তুলনা শুনলে অনেকে অবাক হতে পারেন। আকর্ষণীয় অফার, গ্রাহক সংখ্যা, ইত্যাদি প্রায় সব দিকেই এগিয়ে Reliance Jio।
এবার এগিয়ে আসছে BSNL-ও। কম দামের মধ্যেই দেওয়া হচ্ছে আকর্ষণীয় সব প্ল্যান। তার মধ্যে অন্যতম হল ৭৫ টাকার নতুন প্ল্যান। তবে এদিকে এই একই দামের, অর্থাত্ ৭৫ টাকার একটি প্ল্যান রয়েছে Jio-রও। দুটি প্ল্যানের মধ্যে তুলনা করলেই জানতে পারবেন কোনটা আপনার জন্য আদর্শ।
BSNL-এর 75 টাকার প্ল্যান
এই প্ল্যানে মোট 2GB ডেটা মিলবে। পাবেন ১০০ মিনিট ফ্রি কলিং। কলিংয়ের ১০০ মিনিট শেষ হওয়ার পরে, প্রতি মিনিটে ৩০ পয়সা করে কাটা হবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৬০ দিন।
Jio-র 75 টাকার প্ল্যান
এটি শুধুমাত্র জিয়োফোনের জন্য প্রযোজ্য। যদি ৭৫ টাকার রিচার্জ করেন, তাহলে আরও একটি ৭৫ টাকার মূল্যের রিচার্জ বিনামূল্যে দেওয়া হবে সেই গ্রাহককে।
প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনে। পাবেন আনলিমিটেড কলিং, প্রতিদিন 100MB ডেটা। সেই সঙ্গে পাবেন ৫০টি এসএমএস-এর সুবিধাও। এছাড়া এই প্ল্যানে মোট 3GB হাই-স্পিড ডেটা পাবেন গ্রাহকরা।