Jio-র এই প্ল্যানগুলির সঙ্গে Netflix, Disney+Hotstar, Amazon Prime ফ্রি!

Spread the love

রিলায়েন্স জিও-র গ্রাহকের সংখ্যা নেহাত্ কম নয়। কিন্তু তাঁদের অনেকেই জানেন না, জিও-র বিভিন্ন প্ল্যানের মাধ্যমে নানা OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যায়। শুধু জিও-র নিজস্ব প্ল্যাটফর্মই নয়। নেটফ্লিক্স, আমাজন প্রাইম এবং ডিজনি প্লাস হটস্টারের মতো জনপ্রিয় সাবস্ক্রিপশনও পাবেন। ফলে বিনামূল্য কল, এসএমএস, ডেটা তো পাবেনই, সেই সঙ্গে বিনামূল্যে নির্দিষ্ট সময়ের জন্য এই ওটিটি প্ল্যাটফর্মগুলির সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।

এই সাবস্ক্রিপশন কীভাবে ক্লেইম করবেন, সেটাও জানা প্রয়োজন। এটা না জানায়, অনেকেই তাঁদের অনেক অফার থেকে বঞ্চিত হন। আরও পড়ুন: Airtel 5G: শিলিগুড়ি-সহ নানা শহরে প্রায় ১০ লক্ষ মানুষ ‘ফ্রি’-তে ৫জি পাচ্ছেন!

জিও-র প্রিপেইড ও পোস্ট পেইড- দুই প্ল্যানেই নানা OTT প্ল্যাটফর্মের এই বান্ডিল অফারগুলি পাবেন। জিও-র দুইটি প্রিপেড প্ল্যানের মাধ্যমে Disney+Hotstar-এর ১ বছরের সাবস্ক্রিপশন পাবেন।

প্রথমটি হল ১,৪৯৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে রোজ ২ জিবি করে ডেটা পাবেন। সেই সঙ্গে ১০০ টি করে SMS। কল আনলিমিটেড। মেয়াদ ৮৪ দিনের।

অপর যে প্ল্যানে ডিজনি+হটস্টার পাবেন, সেটি আরেকটু দামি, ৪,১৯৯ টাকার। এই প্ল্যানের মেয়াদও লম্বা- ১ বছর। এতে দিনে ৩ জিবি করে ডেটা পাবেন। সেই সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং ও দিনে ১০০টি SMS পাবেন।

পোস্ট পেইড

জিওর পোস্ট পেইড-এর মধ্যে মোট তিনটি প্ল্যানে এই OTT সুবিধা পাবেন। কিন্তু সেগুলি হল নেটফ্লিক্স এবং আমাজন প্রাইম ভিডিয়ো-র। প্রথম প্ল্যানটি একটু কম বাজেটেই পাবেন। সেটি হল ৭৯৯ টাকার। এতে মাসে ১৫০ জিবি করে ডেটা পাবেন। দিনে ১০০টি SMS। তাছাড়া আনলিমিটেড কল।

দ্বিতীয় প্ল্যানটির বাজেট একটু বেশি- ৯৯৯ টাকা। এই প্ল্যানেও আগের প্ল্যানের মতোই সব বেনেফিট। তবে ডেটা একটু বেশি, মাসে ২০০ জিবি করে।

এই তালিকায় সবচেয়ে দামি পোস্ট পেইড প্ল্যান হল ১,৪৯৯ টাকার। এক্ষেত্রে উল্লেখ্য, প্রতিটি প্ল্যানেই Netflix-এর শুধুমাত্র মোবাইল অনলি সাবস্ক্রিপশন পাবেন। সিঙ্গেল ডিভাইস।

Jio-র বিনামূল্যের এই OTT সাবস্ক্রিপশন অ্যাকটিভেট করার পদ্ধত

ডিজনি+হটস্টার দেখতে চাইলে, উপরের উল্লেখিত প্ল্যানে প্রিপেইড রিচার্জ করুন। এরপর একটি বিশেষ কুপন কোড পাবেন। MyJio অ্যাকাউন্টের মাধ্যমে সেই কুপন কোড সংগ্রহ করতে হবে। এরপর,

১. Disney+Hotstar অ্যাপটি ডাউনলোড করুন।

২. সেখানে Log in করুন। নম্বরের ক্ষেত্রে আপনি যেটিতে রিচার্জ করেছেন, সেটিই ব্যবহার করবেন।

৩. এরপর OTP-তে প্রাপ্ত Key প্রবেশ করলেই কাজ শেষ। 

আরও পড়ুন: বিনামূল্যে T20 বিশ্বকাপ দেখতে চান? এই প্ল্যানে সুবিধা দিচ্ছে Jio, Airtel ও Vi

অন্যদিকে পোস্ট পেইড প্ল্যানের ক্ষেত্রে তিনটির মধ্যে একটি বেছে নিতে হবে। প্রিপেইড প্ল্যানের মতোই, Netflix বা Amazon Prime-এর ওয়েবসাইটে গিয়ে অ্যাকটিভেট করে নিতে হবে।

Source link


Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Secured By miniOrange