Jio Happy New Year Plan: যাঁরা নিয়মিত ৮৪ দিনের মতো… more
Jio Happy New Year Plan: যাঁরা নিয়মিত ৮৪ দিনের মতো প্ল্যানে রিচার্জ করেন, তাঁদের পক্ষে এটি সহায়ক হতে পারে। তাছাড়া ভবিষ্যতে যদি প্ল্যানের দাম বেড়ে যায়, সেক্ষেত্রেও তাঁরা লাভবান হবেন। আসুন এক নজরে জেনে নেওয়া যাক এই দুই প্ল্যানের বিষয়ে।
1/5Reliance Jio নতুন বছর ২০২৩-এর জন্য বিশেষ অফার আনল। ‘Happy New Year 2023’ প্রিপেইড প্ল্যানের অধীনে নতুন অফারের ঘোষণা করেছে আম্বানি অধীনস্থ সংস্থা। ২,০২৩ টাকা ও ২,৯৯৯ টাকার প্ল্যানে অতিরিক্ত সুবিধার বিষয়ে জানিয়েছে জিও। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস বাংলা (Twitter)2/5টাকার পরিমাণ অনেকটা মনে হতে পারে। কিন্তু যাঁরা নিয়মিত ৮৪ দিনের মতো প্ল্যানে রিচার্জ করেন, তাঁদের পক্ষে এটি সহায়ক হতে পারে। ফাইল ছবি : টুইটার (Twitter)3/5তাছাড়া ভবিষ্যতে যদি প্ল্যানের দাম বেড়ে যায়, সেক্ষেত্রেও তাঁরা লাভবান হবেন। আসুন এক নজরে জেনে নেওয়া যাক এই দুই প্ল্যানের বিষয়ে। ফাইল ছবি: রয়টার্স (Twitter)4/5Jio-র ২,০২৩ টাকার প্ল্যান : ২০২৩ সালের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্ল্যানের দাম স্থির করেছে জিও। এই প্ল্যানে একাধিক সুবিধা মিলবে। প্রথমত ব্যবহারকারীরা প্রতিদিন ২.৫GB ডেটা পাবেন। সব মিলিয়ে মোট ৬৩০ জিবি। আনলিমিটেড কলিং পাবেন। এর পাশাপাশি প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা দেবে Jio । প্ল্যানের মেয়াদ ২৫২ দিনের। ফাইল ছবি: রিলায়েন্স জিও (Twitter)5/5Jio-র ২,৯৯৯ টাকার প্ল্যান : অপর প্ল্যানটি ২,৯৯৯ টাকার। এই প্ল্যানেও দিনে ২.৫ জিবি করে ডেটা পাবেন। মোট ৯১২.৫ জিবি। আনলিমিটেড কল রয়েছে। সেই সঙ্গে রোজ ১০০টি করে SMS পাঠাতে পারবেন। এক্ষেত্রে সম্পূর্ণ ১ বছর, অর্থাত্, ৩৬৫ দিনের মেয়াদ পাবেন। ফাইল ছবি: রিলায়েন্স জিও (Twitter)