Jio Recharge Plans: বড় সিদ্ধান্ত Jio-র, দুর্দান্ত সুবিধা মিলবে ১১৯ টাকার প্ল্যানেই
Reliance Jio Rs. 119 Plan: কম টাকার প্ল্যানগুলিতে SMS-এর সুবিধা দেয় না Vodafone Idea। এই বিষয়ে কয়েকদিন আগেই TRAI-এর কাছে অভিযোগ করেছিল Jio। এবার প্রতিযোগিতায় আরও এগিয়ে যেতে নয়া সিদ্ধান্ত নিল জিও।
কী সিদ্ধান্ত?
এবার থেকে Jio-র ১১৯ টাকার প্রিপেড প্ল্যানে SMS-এর সুবিধা মিলবে। বর্তমানে বাজারে এটিই সবচেয়ে সস্তার প্ল্যান হবে, যাতে SMS করা যাবে।
Jio-র ১১৯ টাকার প্ল্যানে কী কী পাবেন?
এর প্রয়োজনীয়তা আছে?
ধরুন ফোনে কেউ Google Pay-এর মতো কোনএ অনলাইন লেনদেনের অ্যাপ ইনস্টল করলেন। এবার সেই অ্যাপে কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্টার করতে গেলে ফোন থেকে একটি স্বয়ংক্রিয় SMS পাঠানো হয়। এর মাধ্যমে ফোন নম্বর কনফার্মেশন হয়।
অনেকের কম দামের প্রিপেড প্ল্যান থাকে। তাঁদের ফোন থেকে এই ধরনের জরুরি SMS প্রেরণ করা যায় না। ফলে তাঁরা সমস্যায় পড়েন।
এছাড়াও দৈন্যন্দিন বিভিন্ন প্রয়োজনীয়তায় এই WhatsAPP-এর যুগেও SMS-এর গুরুত্ব আছে।