JioBook Laptop: ফুলচার্জে চলবে টানা ৮ ঘণ্টা! দীপাবলিতে মাত্র ১৫,৭৯৯ টাকায় ল্যাপটপ Jio-র

Spread the love

JioBook Laptop Launched: আজকাল একটু ভাল ফোন কিনতে গেলেই ১৫ হাজার টাকার বেশি লেগে যায়। আর সেই ১৫ হাজার টাকাতেই ল্যাপটপ আনলেন মুকেশ আম্বানি। ১৫,৭৯৯ টাকার JioBook laptop আনল রিলায়েন্স জিও। এতদিন স্কুল এবং সরকারি প্রতিষ্ঠান এর ট্রায়াল চালাচ্ছিল রিলায়েন্স। এবার এটি বাজারে বিক্রির জন্যও এসে গেল।

চলতি মাসের শুরুর দিকে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) ইভেন্টে, রিলায়েন্স জিও তাদের প্রথম ল্যাপটপ লঞ্চ করে। সরকারি অফিসে প্রাথমিকভাবে এর সরবরাহ করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এটির ট্রায়াল চালায় জিও। এরপর এটি এখন জনসাধারণের কেনার জন্য উপলব্ধ করা হয়েছে। ২০২১-এর শুরু থেকেই জিও-র এই ল্যাপটপের খবর জানা গিয়েছিল।

এর আগে একেবারে কম দামে JioPhone এনে সফল হয়েছে রিলায়েন্স জিও। এবার সেই ট্রেন্ড বজায় রেখেই সস্তায় 4G-সহ ল্যাপটপ আনল সংস্থা। দেশের প্রতিটি মানুষের কাছে একেবারে কম দামে কম্পিউটারের সুবিধা পৌঁছে দিতেই এই উদ্যোগ মুকেশ আম্বানির সংস্থার।

কোয়ালকম এবং মাইক্রোসফ্টের সঙ্গে অংশীদারিত্ব করেছে জিও। অর্থাত্ কোয়ালকমের কাছ থেকে কম দামে কম্পিউটিং চিপ আনার পরিকল্পনা জিও-র। অন্যদিকে Windows OS নির্মাতাকেও এই প্রচেষ্টায় পাশে আনার লক্ষ্য Jio-র। তাদের হাতে বিভিন্ন অ্যাপের ভার দেওয়া হয়েছে।

JioBook ল্যাপটপের দাম

JioBook ল্যাপটপ। ছবি: জিও
JioBook ল্যাপটপ। ছবি: জিও (Jio)

JioBook ল্যাপটপের দাম ১৫,৭৯৯ টাকা থেকে শুরু। অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এই ল্যাপটপটির প্রাথমিক দাম ছিল ১৯,৫০০ টাকা। তবে ইন্ট্রোডাকটরি অফারের আওতায় ১৫,৭৯৯ টাকায় পাবেন। রিলায়েন্স ডিজিটাল স্টোরের মাধ্যমে JioBook laptop কেনা যাবে।

দেওয়া হচ্ছে ব্যাঙ্কের অফারও

ব্যাঙ্ক ডিসকাউন্টের মাধ্যমে আরও কম খরচেই ল্যাপটপটি হাতে পাবেন।

JioBook ল্যাপটপের ফিচার্স

প্রথমেই একটি বিষয়ে স্পষ্ট হওয়া দরকার। শুধুমাত্র টাইপিং, স্টোরেজ ম্যানেজমেন্ট এবং ব্রাউজিংয়ের জন্য এই ল্যাপটপ। দ্রুত বহু কাজ করা বা সফটওয়্যার চালানো এর উদ্দেশ্য নয়। মূলত পড়ুয়া, ইন্টারনেট ব্রাউজিং, টাইপিংয়ের জন্য এটি ঠিক আছে।

স্ক্রিনটি ১১.৬ ইঞ্চির। এইচডি ডিসপ্লে। ভিডিয়ো একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। JioBook-এ Adreno 610 GPU সহ একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর রয়েছে।

ল্যাপটপটিতে একটি ৫০০০ mAh ব্যাটারি রয়েছে। রিলায়েন্সের দাবি, একবার ফুল চার্জে এটি ৮ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। ৩.৫ মিমি অডিয়ো, ব্লুটুথ 5.0, HDMI মিনি, Wi-Fi ইত্যাদি কানেক্টিভিটি অপশন পাবেন। ডিভাইসটিতে একটি ইন-বিল্ট Jio সিম কার্ড রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা Jio 4G LTE অ্যাক্সেস করতে পারবেন।

Jio-র নিজস্ব অপারেটিং সিস্টেম

ল্যাপটপটির OS তৈরি করেছো Jio-ই। এতে তাদের নিজস্ব JioOS অপারেটিং সিস্টেম চলবে। JioStore থেকে বিভিন্ন অ্যাপও ডাউনলোড করা যাবে। অফিসের বাইরের কাজ করা কর্পোরেট কর্মীদের জন্য ট্যাবলেটের বিকল্প হিসাবেও এই ল্যাপটপ পিচ করছে জিও।

বিশেষজ্ঞদের মতে, এই একটি বিষয়েই কিছুটা ভয় পেতে পারেন ক্রেতারা। উইন্ডোজ ব্যবহারকারীদের এই অপারেটিং সিস্টেমে নিয়ে আসাই একটি বড় চ্যালেঞ্জ।

Source link


Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Secured By miniOrange