JioFiber Festival Offer: কালীপুজোয় JioFiber-এর দারুণ অফার! মাত্র ৫৯৯ টাকায় পাবেন অঢেল ডেটা

Spread the love

JioFiber: নতুন JioFiber ডাবল ফেস্টিভ্যাল বোনানজা অফার ঘোষণা করল রিলায়েন্স জিও। এই অফারের অধীনে সীমিত সময়ের জন্য ৬,৫০০ টাকার ফ্রি বেনিফিট পাবেন ব্যবহারকারীরা। রিলায়েন্স ডিজিটাল, AJIO এবং অন্যান্য পরিষেবায় দারুণ গিফট ভাউচার দিচ্ছে সংস্থা। এই অফারে বিনামূল্যে একটি 4K JioFiber সেট টপ বক্সের পাশাপাশি ১০০ শতাংশ ‘ভ্যালু ব্যাক’ স্কিমও রয়েছে। নতুন এই ফেসটিভ অফার সীমিত সময়ের জন্য। মঙ্গলবার ১৮ অক্টোবর থেকে আগামী ১০ দিন, অর্থাত্ ২৮ অক্টোবরের মধ্যে এই অফার পাবেন। ফলে জিওফাইবার নেওয়ার পরিকল্পনা থাকলে এটাই সঠিক সময়। আরও পড়ুন : Reliance Jio Data pack: ৩৯৯ টাকায় পুরো পরিবারের ইন্টারনেট! সারা মাস সীমাহীন ডেটা

নতুন JioFiber সংযোগ বুক করলে এবং ৬ মাসের জন্য মাসিক ৫৯৯ বা ৮৯৯ টাকার ব্রডব্যান্ড প্ল্যানে সাবস্ক্রাইব করতে পারেন। সেক্ষেত্রে তাঁরা এই প্ল্যানের অন্যান্য সুবিধার পাশাপাশি দু’টি অতিরিক্ত বেনিফিটও পাবেন। এর মধ্যে রয়েছে ১০০ শতাংশ ‘ভ্যালু ব্যাক’ এবং ১৫ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি।

৫৯৯ টাকার JioFiber ব্রডব্যান্ড প্ল্যান

৬ মাসের এই প্ল্যানে ৪,৫০০ টাকার ভাউচার পাবেন। ভাউচারের মাধ্যমে ৪টি ভিন্ন ব্র্যান্ডের অফার পাবেন তার মধ্যে AJIO-র ১,০০০ টাকার ভাউচার, রিলায়েন্স ডিজিটালের ১,০০০ টাকার ভাউচার, NetMeds-এর ১,০০০ টাকার ভাউচার এবং IXIGO-র ১,৫০০ টাকার ভাউচার রয়েছে। প্ল্যানটিতে ৬ মাসের মেয়াদ পাবেন। এর পাশাপাশি ১৫ দিনের অতিরিক্ত ভ্যালিডিটিও পাবেন। এটি Jio-র ৩০Mbps ব্রডব্যান্ড প্ল্যান। এতে ১৪+ OTT অ্যাপ এবং ৫৫০টিরও বেশি অন-ডিমান্ড চ্যানেলের অ্যাক্সেস পাবেন।

৮৯৯ টাকার JioFiber ব্রডব্যান্ড প্ল্যান

৮৯৯ টাকার এই ব্রডব্যান্ড প্ল্যানের মেয়াদ ৬ মাস। ৬,৫০০ টাকার ভাউচার পাবেন। এর মধ্যে রয়েছে AJIO-এর ২,০০০ টাকার ভাউচার, Reliance Digital-এর ১,০০০ টাকার ভাউচার, NetMeds-এর ৫০০ টাকার ভাউচার এবং IXIGO-র ৩,০০০ টাকার ভাউচার। এর পাশাপাশি গ্রাহকরা এই প্যাকের সঙ্গে ১৫ দিনের অতিরিক্ত ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে ১০০ Mbps গতি পাবেন। ১৪+ OTT অ্যাপ এবং ৫৫০টিরও বেশি অন-ডিমান্ড চ্যানেলের অ্যাক্সেস পাবেন। আরও পড়ুন : Disney + Hotstar, Amazon Prime সহ ১৫টি OTT অ্যাপ বিনামূল্যে! কীভাবে পাবেন জানুন

যে সমস্ত গ্রাহকরা উপরোক্ত প্ল্যানগুলি নেবেন, তাঁরা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই ৬,০০০ টাকা দামের একটি 4K JioFiber সেট-টপ বক্স বিনামূল্যে পাবেন। এর পাশাপাশি জিএসটি চার্জও দিতে হবে।

Source link


Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Secured By miniOrange