JioPhone Next: কেনা যাবে রিলায়েন্স ডিজিটাল স্টোর থেকে, মিলবে ডিসকাউন্টও

Spread the love

JioPhone Next এখন ওপেন সেলে পাবেন। এখন Reliance Digital অনলাইন স্টোরে সরাসরি JioPhone Next কিনতে পারবেন। লঞ্চের সময়ের ঘোষণা মতোই ৬,৪৯৯ টাকায় কিনতে পারবেন Jio-র এই বাজেট অ্যান্ড্রয়েড ফোন। কালো এবং নীল রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।




রিলায়েন্স ডিজিটাল স্টোরের মাধ্যমে JioPhone Next কিনতে আপনাকে কোনও রেজিস্ট্রেশন করতে হবে না। ব্যাঙ্কের EMI অফারের মাধ্যমেও এখান থেকে ফোনটি কিনতে পারবেন। ইয়েস ব্যাঙ্কে ক্রেডিট কার্ড ১০% পর্যন্ত ছাড়ও পেয়ে যাবেন। আমেরিকান এক্সপ্রেস কার্ডে পাবেন ৭.৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডে পাঁচ ৫% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। তবে জিও-র নিজস্ব ইএমআই প্ল্যানের সুবিধা ওয়েবসাইটে পাবেন না।

গত ৪ নভেম্বর বিক্রি শুরু হয়েছে Jio ও Google-এর সমন্বয়ে তৈরি JioPhone Next-এর। দোকানে কিনতে যাওয়ার আগে প্রথমে WhatsApp বা Jio-র সাইটে রেজিস্টার করার অনুরোধ করেছিল সংস্থা। তবে এবার Reliance Digital অনলাইন স্টোরে কেনার জন্য সেরকম রেজিস্ট্রেশনের কোনও প্রয়োজন নেই। :

জিওফোন নেক্সট-এ ‘অ্যান্ড্রয়েড গো'(Android Go) প্ল্যাটফর্মে রয়েছে। জিও এই ওএস-এর নাম দিয়েছে ‘প্রগতি ওএস।’

Source link


Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Secured By miniOrange