JioPhone Next: রেজিস্ট্রেশন ছাড়াই কিনতে পারবেন JioPhone Next, কীভাবে এই দুর্দান্ত সুযোগ পাবেন?

Spread the love

সরাসরি রিলায়েন্স ডিজিটালের ওয়েবসাইট থেকে কেনা যাচ্ছে JioPhone Next। কোনওরকম রেজিস্ট্রেশন ছাড়াই আপনি ফোন কিনতে পারবেন। সেক্ষেত্রে দামেও কোনও হেরফের হচ্ছে না। ৬,৪৯৯ টাকায় ফোন কিনতে পারবেন। আপাতত কালো এবং নীল রঙের ফোন পাওয়া যাচ্ছে।

জিয়োর তরফে জানানো হয়েছে, রিলায়েন্স ডিজিটালের ওয়েবসাইট থেকে JioPhone Next কেনার জন্য আপাতত কোনও রেজিস্ট্রেশন করতে হচ্ছে না। তবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের সময় জিও যে ইএমআই প্ল্যানের ঘোষণা করেছিল, তা রিলায়েন্স ডিজিটালের ওয়েবসাইটে পাবেন না। তাই আপনি শুধুমাত্র ব্যাঙ্ক-ভিত্তিক ইএমআইয়ের মাধ্যমে স্টোর থেকে ফোন কিনতে পারবেন। সেইসঙ্গে ইয়েস ব্যাঙ্কে ক্রেডিট কার্ড ১০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। আমেরিকান এক্সপ্রেস কার্ডে মিলবে ৭.৫ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডে পাঁচ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন।




(JioPhone Next কিনতে চান? ক্লিক করুন এই লিঙ্কে – এখানে।)

এমনিতে JioPhone Next-এর বিভিন্ন প্ল্যান দেখে নিন –

১) ইএমআইয়ের জন্য গ্রাহকদের অতিরিক্ত ৫০১ টাকা দিতে হবে।

২) একলপ্তে টাকা দিয়ে যদি কিনতে না চান, তাহলে চার রকমের প্ল্যান আছে।

অলওয়েজ অন-প্ল্যান (Always-on plan): ১,৯৯৯ টাকা দেওয়ার পর ৩০০ টাকা বা ৩৫০ টাকার প্ল্যান বেছে নিতে পারেন গ্রাহকরা। যদি কোনও গ্রাহক ৩০০ টাকার প্ল্যান বেছে নেন, তাহলে তাঁকে ২৪ মাস টাকা দিতে হবে। কেউ যদি ৩৫০ টাকার প্ল্যান বেছে নেন, তাহলে তাঁকে সেই টাকা দিতে হবে ১৮ মাস ধরে। সেই প্ল্যানের আওতায় গ্রাহকরা প্রতি মাসে পাঁচ জিবি ডেটা এবং ১০০ মিনিট বিনামূল্যে কলিংয়ের সুযোগ পাবেন।

লার্জ প্ল্যান (Large Plan): গ্রাহকরা প্রতি মাসে ৪৫০ টাকা বা ৫০০ টাকা দিতে পারেন। ৪৫০ টাকা প্রতি মাসে দিলে ২৪ মাস ধরে সেই টাকা মেটাতে হবে। ৫০০ টাকার ক্ষেত্রে সেই মাস সংখ্যা ঠেকবে ১৮-তে। পরিবর্তে দৈনিক ১.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুযোগ পাবেন।

এক্সএল প্ল্যান (XL Plan): প্রতি মাসে ৫০০ টাকার নিরিখে ২৪ মাস বা প্রতি মাসে ৫৫০ টাকার নিরিখে ১৮ মাসের প্ল্যানও নিতে পারেন গ্রাহকরা। সেক্ষেত্রে দৈনিক দু’জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুযোগ পাবেন গ্রাহকরা।

এক্সএক্সএল প্ল্যান (XXL Plan): প্রতি মাসে ৫৫০ টাকা দেওয়া যেতে পারে। তাহলে ২৪ মাস টাকা দিতে হবে। আবার ৬০০ টাকা দেওয়া যেতে পারে প্রতি মাসে। সেক্ষেত্রে টাকা দিতে হবে ১৮ মাসে। সেই প্ল্যানের আওতায় দৈনিক ২.৫ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুযোগ মিলবে।

Source link


Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Secured By miniOrange