Meta COO Resigns: ‘মেটা’-র পদ ছাড়লেন জুকারবার্গের ‘গুরু’, স্তম্ভিত সিলিকন ভ্যালি, পড়ল শেয়ার দর
ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী এক্সিকিউটিভ শেরিল স্যান্ডবার্গ বুধবার নিজের পদ ছাড়লেন। তিনি ১৪ বছর ধরে এই মেয়াদে ছিলেন। ৫২ বছর বয়সি স্যান্ডবার্গ সিলিকন ভ্যালির সবচেয়ে প্রভাবশালী নারীদের মধ্যে একজন। স্যান্ডবার্গ নিজের ফেসবুক পেজে লেখেন যে তিনি সংস্থার চিফ অপারেচিং অফিসার পদ থেকে পদত্যাগ করছেন। তবে তিনি জানান, সংস্থার বোর্ডে তিনি থাকবেন। সম্প্রতি বিজ্ঞাপন বাজারে মেটা টিকটকের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় নেমেছে। এই আবহে শেরিল পদত্যাগ করলেন।
নিজের ফাউন্ডেশন ও জনহিতকর কাজে সময় দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ফেসবুকে লিখেছেন স্যান্ডবার্গ। তিনি জানান, ২০০৮ সালে এই কাজ শুরু করার সময় তিনি ভেবেছিলেন যে এখানে তিনি পাঁচ বছর থাকবেন। তবে দেখতে দেখতে ১৪ বছর কেটে গেল। তাঁর আকস্মিক পদত্যাগের ঘোষণায় মেটার শেয়ার দর প্রায় ৪ শতাংশ নেমে যায়।
এদিকে স্যান্ডবার্গের এই ঘোষণার পরই মেটা ও ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ একটি পোস্ট করে লেখেন, ‘তিনি (শেরিল স্যান্ডবার্গ) আমাকে অনেক কিছু শিখিয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহুর্তে আমার সঙ্গে ছিলেন।’ জুকারবার্গ নিজের ফেসবুক পোস্টে আরও লেখেন, ‘শেরিলের সঙ্গে এই সংস্থা চালানোর কথা আমার মনে পড়বে। তাঁর পদত্যাগ একটি যুগের সমাপ্তি। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জন্য সুযোগ তৈরি করেছেন স্যান্ডবার্গ। আজকের মেটার সাফল্যের পেছনে তাঁর অনেক অবদান।’
Related
Related Posts
Jesus Christ Twitter Verified: টুইটারে নীল টিক দেওয়া অ্যাকাউন্ট যিশু খ্রিষ্টের!

Jio 5G Trial: সেকেন্ডে ১ GB স্পিড! দশমী থেকে কলকাতা-সহ ৪ শহরের এই গ্রাহকরা পাবেন Jio 5G
