Netflix vs Amazon Prime vs Disney+Hotstar: কোন প্ল্যান সবচেয়ে সস্তা হবে?
গত ১৩ ডিসেম্বর থেকেই বেড়েছে Amazon Prime-এর সাবস্ক্রিপশনের খরচ। আর তার ঠিক পরেরদিনই প্ল্যানের দাম একধাক্কায় অনেকটা কমিয়ে দিল Netflix । এর ফলে হঠাত্ই প্রাইম ভিডিয়োর থেকেও সস্তা হয়ে গিয়েছে নেটফ্লিক্সের কিছু প্ল্যান।
এখন Netflix-এ খরচ কেমন?
বিভিন্ন ওয়েব সিরিজের মূল দর্শক অল্পবয়সিরা। অন্যান্য OTT-র তুলনায় ভারতে নেটফ্লিক্সের খরচ কিছুটা বেশি ছিল। ফলে Amazon Prime এবং Disney+Hotstar-এর দিকেই ঝোঁকেন অনেকে। তাই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এবং পাইরেসি কমাতে প্ল্যানের দাম কমাল নেটফ্লিক্স।
Amazon Prime-এ খরচ কেমন?
গত ১৩ ডিসেম্বর থেকে বেড়ে গিয়েছে অ্যামাজন প্রাইম মেম্বারশিপের দাম। আমাজন প্রাইমের অফিসিয়াল সাইটে ইতিমধ্যেই নতুন দামের তালিকা প্রকাশ করা হয়েছে। ৯৯৯ টাকার মেম্বারশিপ বেড়ে হয়েছে ১৪৯৯ টাকা। একবছরের সাবস্ক্রিপশনের জন্য খরচ করতে হবে আগের তুলনায় ৫০০ টাকা বেশি।
Disney+Hotstar-এর প্ল্যানের দাম
মূলত ক্রিকেট দেখার জন্য ডিজনি প্লাস হটস্টার বেশ জনপ্রিয়। এক নজরে দেখে নিন এই OTT-র তিনটি প্ল্যানের খরচ। গত ১ সেপ্টেম্বর ২০২১ থেকে এই প্ল্যানগুলি প্রযোজ্য হয়েছে।
নিজের পছন্দ অনুযায়ী প্ল্যান দেখে নিন।