Nokia 8210 4G: নয়া ধাঁচে ফিরছে নস্ট্যালজিয়ায় মোড়া Nokia 8210, থাকছে 4G ইন্টারনেটও

Spread the love

পুরনো নোকিয়া ফোনের একটা আলাদা ফলোয়িং ছিল। সস্তা, নির্ভরযোগ্য এবং ‘বুলেটপ্রুফ’। ফোন, মেসেজ, গান শোনা ও টুকটাক রেট্রো গেমিং- নোকিয়ার পুরনো ফোনগুলি আজও অনেকের কাছে রয়েছে।

২০০০-এর শুরুর দিকে, নোকিয়ার টেকসই ফোনগুলি রেকর্ড পরিমাণে বিক্রি হত। সেই রেট্রো, বোতাম-টেপা ফোনই এবার ফেরত আনছে নোকিয়া।

Nokia 8210 4G

১৯৯৯ সালে লঞ্চ হয়েছিল Nokia 8210। এবার সেটাই 4G সাপোর্ট-সহ আনল নোকিয়া। থাকছে ২.৮ ইঞ্চি QVGA কালার ডিসপ্লে, LTE সংযোগ এবং একটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট রয়েছে।

ফোনটি পলিকার্বোনেট থেকে তৈরি। স্যান্ড, ব্লু এবং লাল রঙে পাবেন। রিমুভেবল ১,৪৫০ mAH ব্যাটারি আছে। তাতে 4G-তে ছয় ঘণ্টা টকটাইম এবং স্ট্যান্ডবাইতে ১৯ দিন পর্যন্ত রেটিং করা হয়েছে। অন্যান্য ফিচার্সের মধ্যে থাকছে এফএম রেডিয়ো রিসিভার, ইয়ারবাড, MP3 প্লেয়ার এবং সবার প্রিয় স্নেক গেমও। Nokia 8210 4G ছাড়াও Nokia 2660 Flip এবং Nokia 5710 XpressAudio ফোন আনছে নোকিয়া। অর্থাত্ রেট্রো লাভারদের জন্য রইল তিনটি দুর্দান্ত পুরনো স্টাইলের ফোন।

 

Source link


Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Secured By miniOrange