Ola Electric Scooter: লঞ্চ হল ওলা বাইক, জানুন ফিচার, কলকাতা মিলবে কত দামে? , Bangla News

Spread the love

লঞ্চ করা হল ওলার ইলেক্ট্রিক স্কুটার। এই বাইকের এস১ সিরিজের দাম রাখা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ (এক্স-শোরুম)। দুটি পৃথক সিরিজে লঞ্চ করা হয়েছে এই বাইক। একটি ‘এস১’, অপরটি ‘এস২’ বা ‘এস১ প্রো’। এস২ সিরিজের বাইকগুলির দাম রাখা হয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৯৯৯(এক্স-শোরুম)। বাইক অর্ডার দিলে কোনও ডিলারশিপ ছাড়াই সরাসরি বাড়িতে পৌঁছে দেওয়া হবে বাড়িতে।

দিল্লিতে এস১ বাইকের দাম পড়বে ৮৫ হাজার ৯৯টাকা। এস১ প্রো বাইকের দাম পড়বে ১ লক্ষ ১০ হাজার ১৪৯ টাকা। গুজরাতে এস১ বাইকের দাম পড়বে ৭৯ হাজার ৯৯৯টাকা। এস১ প্রো বাইকের দাম পড়বে ১ লক্ষ ৯ হাজার ৯৯৯ টাকা। মহারাষ্ট্রে এস১ বাইকের দাম পড়বে ৯৪ হাজার ৯৯৯টাকা। এস১ প্রো বাইকের দাম পড়বে ১ লক্ষ ২৪ হাজার ৯৯৯ টাকা। রাজস্থানে এস১ বাইকের দাম পড়বে ৮৯ হাজার ৯৯টাকা। এস১ প্রো বাইকের দাম পড়বে ১ লক্ষ ১৯ হাজার ১৩৮ টাকা। কলকাতা সহ বাকি দেশে এস১ বাইকের দাম পড়বে ৯৯ হাজার ৯৯৯টাকা। এস১ প্রো বাইকের দাম পড়বে ১ লক্ষ ২৯ হাজার ৯৯৯ টাকা।

ওলার এস১ স্কুটারের ব্যাটারি ৩.৯ kWh পাওয়ারের। এর থেকে ৮.৫ কিলোওয়াট পিক পাওয়ার মোটোরে পৌঁছায়। ৬ ঘণ্টায় এই বাইক পুরো চার্জ হয়ে যায়। বা ওলা সুপারচার্জার ব্যবহার করে মাত্র ১৮ মিনিটে ৫০ শতাংশ চার্জ করা যায় এই বাইকটিকে। এছাড়া ৭৫০ ওয়াটের পোর্টেবল চার্জারও আছে। ফুল চার্জে এটি ১৮১ কিলোমিটার যেতে পারে। এতে সাত ইঞ্চি টাচস্ক্রিন রয়েছে। ৫০ লিটার আয়তনের ‘বুট’ রয়েছে এটিতে। এলইডি লাইটিং রয়েছে এতে। ০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে পৌঁছতে এই বাইকের ৩ সেকেন্ড লাগে এবং ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছতে ৫ সেকেন্ড। এই স্কুটারের সর্বোচ্চ গতি ১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

 

Source link


Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Secured By miniOrange