Ola S1: ফের বিক্রি শুরু! ই-স্কুটারের পার্চেস উইন্ডো খুলছে আজই

Spread the love

 

শনিবার ফের পার্চেস উইন্ডো খুলছে Ola ইলেকট্রিক। S1 এবং S1 Pro স্কুটার কিনতে পারবেন ক্রেতারা। এই নিয়ে তৃতীয়বার বিক্রির উইন্ডো খুলল সংস্থা।

বুধবার টুইটারে এ বিষয়ে জানান ওলা ইলেকট্রিকের সিইও ভাবিশ আগরওয়াল।

যদিও ওলার ই-স্কুটার নিয়ে এখন চারদিকে বেশ সমালোচনার ঝড় চলছে। আগুন লেগে যাওয়া, মাঝরাস্তায় হঠাত্ চার্জ ফুরিয়ে যাওয়া, রোড সাইড অ্যাসিস্টেন্স না পাওয়ার মতো বিষয় নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। তবে এ বিষয়ে সরাসরি কিছু জানায়নি সংস্থা।

অনেকে স্কুটারটির লম্বা ডেলিভারি পিরিয়ড নিয়েও সমালোচনা করেছেন। ভাবিশ আশ্বাস দিয়েছেন, দ্রুতগতিতে ডেলিভারি দেওয়া হবে। ইতিমধ্যেই যাঁরা বুক করে রেখেছেন, তাঁদের ইমেলের মাধ্যমে জানানো হবে।

সম্পূর্ণ অনলাইনে Ola-র ডেডিকেটেড অ্যাপের মাধ্যমে স্কুটার কেনা যাবে। সেখানেই গ্রাহকরা মডেল, রঙ চুজ করতে পারবেন।

নতুন স্কুটারগুলিতে লেটেস্ট OS2 সফ্টওয়্যার আপডেট থাকবে। নতুন স্কুটারগুলিতে ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন এবং ক্রুজ কন্ট্রোল থাকবে।

S1 Pro ১৩১ কিমি রেঞ্জ দেবে। ই-স্কুটারটির সর্বোচ্চ গতি ১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। তিন সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার স্পিড তুলতে পারে।

Source link


Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Secured By miniOrange