‘UPI ইন্টারন্যাশনাল’-এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর, মরিশাস, নেপাল এবং ভুটানের মার্চেন্টদের পেমেন্ট করা যাবে। স্থানীয় QR কোড ব্যবহার করেই টাকা মেটানো যাবে। অর্থাত্ একেবারে ভারতে যেভাবে পেমেন্ট করেন, সেভাবেই হবে পুরো ব্যাপারটা।
1/6 ধরুন ভারতীয় কেউ বিদেশে বেড়াতে গেলেন। এরপর সেখানকার দোকানপাটে PhonePe দিয়েই পেমেন্ট করতে পারবেন তাঁরা। এমনই দুর্দান্ত সুবিধা আনল PhonePe। মঙ্গলবার এই বিষয়ে ঘোষণা করে জনপ্রিয় ফিনটেক সংস্থা। ফোনপে জানিয়েছে, ভারতে এই প্রথম কোনও ফিনটেক সংস্থা এই ফিচার আনল। ছবি : ফোনপে (PhonePe)2/6 আপাতত ‘UPI ইন্টারন্যাশনাল’-এর মাধ্যমে সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর, মরিশাস, নেপাল এবং ভুটানের মার্চেন্টদের পেমেন্ট করা যাবে। স্থানীয় QR কোড ব্যবহার করেই টাকা মেটানো যাবে। অর্থাত্ একেবারে ভারতে যেভাবে পেমেন্ট করেন, সেভাবেই হবে পুরো ব্যাপারটা। ছবি : ফোনপে (PhonePe)3/6ব্যবহারকারীরা সরাসরি তাঁদের ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই বিদেশী মুদ্রায় টাকা প্রদান করতে পারবেন। অনেকটা আন্তর্জাতিক ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার মতোই। ছবি : ফোনপে (PhonePe)
4/6কীভাবে এই সুবিধা মিলবে? ব্যবহারকারীরা PhonePe অ্যাপের মাধ্যমেই তাঁদের UPI-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পরিষেবা সক্রিয় করতে পারবেন। পরিষেবাটি সক্রিয় করতে গ্রাহকদের তাদের UPI পিনটুকু খালি দিতে হবে। ছবি : ফোনপে (PhonePe)5/6ভারতীয়দের অন্যদেশে গিয়ে কেনাকাটা করতে হলে সেদেশের মুদ্রা, ক্রেডিট কার্ড বা ফরেক্স কার্ড ব্যবহার করতে হয়। PhonePe-এর বৈশিষ্ট্যের সাথে, তারা এখন UPI ব্যবহার করে অর্থ প্রদানের জন্য তাদের ভারতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। ছবি : ফোনপে (PhonePe)6/6PhonePe-এর প্রি-মানি ভ্যালুয়েশন বর্তমানে ১২ বিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি জেনারেল আটলান্টিকের থেকে প্রায় ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল পেয়েছে তারা। বর্তমানে এটি ভারতের সবচেয়ে বেশি ভ্যালুয়েশনের ফিনটেক ফার্ম। ফাইল ছবি: মিন্ট (PhonePe)