Republic Day Stickers for WhatsApp: ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে চলেছে ভারত। এই সময়ে অনেকেই অনলাইনে শুভেচ্ছা জানান। আর এখন হোয়াটসঅ্যাপের যুগে ট্রেন্ডি হোয়াটসঅ্যাপ স্টিকারের কদরই আলাদা।
1/526 January Republic Day: ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে চলেছে ভারত। এই সময়ে অনেকেই অনলাইনে শুভেচ্ছা জানান। আর এখন হোয়াটসঅ্যাপের যুগে ট্রেন্ডি হোয়াটসঅ্যাপ স্টিকারের কদরই আলাদা। তাছাড়া অনেকে এই বিশেষ দিনের ‘কোটস’ বা উক্তিও পাঠান। ফাইল ছবি: রয়টার্স (WhatsApp)2/5আপনিও কী এমন হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড করে বন্ধুদের পাঠাতে চান? রইল তার পদ্ধতি। ফাইল ছবি: হোয়াটসঅ্যাপ (WhatsApp)3/5প্রথমে গুগল প্লে স্টোর খুলুন। সেখানে ‘Republic Day WhatsApp Stickers’ লিখে সার্চ করুন।ফাইল ছবি: হোয়াটসঅ্যাপ (WhatsApp)4/5এরপর আপনার পছন্দের স্টিকার প্যাকটি চুজ করুন। ডাউনলোড করে নিন। ব্যস, হোয়াটসঅ্যাপের বাইরের কাজ শেষ। ছবি: হোয়াটসঅ্যাপ (WhatsApp)5/5স্টিকার প্যাকটি ওপেন করুন। ‘Add to WhatsApp’-এ ট্যাপ করুন। এরপর, হোয়াটসঅ্যাপে যান। যে কোনও চ্যাট উইন্ডো খুলুন। স্টিকার সেকশনে যান। সেখান থেকেই এই নতুন স্টিকার প্যাক পেয়ে যাবেন। ছবি: গুগল প্লে স্টোর (WhatsApp)