Revolt RV 400: আগামী ১৫ জুলাই থেকে ফের শুরু বুকিং, আগের মাসে রেকর্ড চাহিদা! , Bangla News
RV 400 এর বুকিং ফের শুরু করার ঘোষণা করল রিভোল্ট মোটর্স। আগামী ১৫ জুলাই দুপুর ১২টা থেকে বুকিং শুরু হবে। দেশের মোট ৬টি শহরে এই বাইকের বুকিং করা যাবে।
গত মাসে দিল্লি, মুম্বই, পুনে, চেন্নাই, আহমেদাবাদ এবং হায়দরাবাদের জন্য বুকিং শুরু হয়। সংস্থা জানিয়েছে, মাত্র দুই ঘণ্টার মধ্যেই বিপুল পরিমাণে বুকিং হয়। সংস্থার উত্পাদন হারের তুলনায় যা অনেক বেশি। ফলে সেই সময়ে বুকিং বন্ধ করতে হয়েছিল। সংস্থা জানিয়েছিল, মাত্র ২ ঘণ্টায় ৫০ কোটি টাকারও বেশি মূল্যের রিভোল্ট আরভি 400 বিক্রি হয়েছিল। আগামী সেপ্টেম্বর মাস থেকে সেগুলির ডেলিভারি শুরু হবে।
Revolt RV 400-এ একটি 3.24 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং 3 kW বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত।
রিভোল্ট আরভি 400-এ তিনটি রাইডিং মোডে আছে। এটি ইকো, নরমাল এবং স্পোর্টস। স্পোর্টস মোডে, বাইকটির সর্বোচ্চ 85 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ।
ইকো মোডে এটি এক চার্জে ১৫০ কিলোমিটার চলবে। কালো এবং লাল দুটি রঙের অপশন রয়েছে। সংস্থার দাবি, ব্যাটারি পুরোপুরি চার্জ হতে সময় লাগে সাড়ে ৪ ঘন্টা।
FAME II সাবসিডির আওতাধীন। ফলে আগের তুলনায় দামে বড়সড় ছাড়ও পাবেন।