Royal Enfield Hunter: আসছে নতুন ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড, দাম কত?

Spread the love

 

ভারতে নতুন Hunter 350 আনছে Royal Enfield। এখনও লঞ্চের তারিখ জানায়নি সংস্থা। তবে রিপোর্ট অনুযায়ী, জুনের শেষ নাগাদই লঞ্চ হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার।

মডেলটি অনেক দিন ধরেই পরীক্ষা করা হচ্ছে। একাধিক স্পাই ছবি এবং ভিডিয়ো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নতুন রয়্যাল এনফিল্ড হান্টার কেমন হতে চলেছে?

  • নতুন রয়্যাল এনফিল্ড হান্টারের প্ল্যাটফর্ম (J) এবং ইঞ্জিন নেওয়া হচ্ছে Meteor 350-এর থেকে। RE-র নতুন ‘J’ আর্কিটেকচারে তৈরি এই প্ল্যাটফর্ম। এর বিশেষত্ব হল, একই সঙ্গে ক্রুজারের কমফোর্ট ও স্টেবিলিটি এবং রোডস্টারের মতো কর্নারিং ক্ষমতা।
  • বাইকটিতে 349 cc, সিঙ্গল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন থাকবে। মোটরটি 20.2 bhp এবং 27 Nm টর্ক উত্পন্ন করবে। থাকছে একটি 6-স্পিড গিয়ারবক্স।
  • তবে মিটিয়র আর হান্টারের ইঞ্জিন হুবহু এক ভাববেন না। রয়্যাল এনফিল্ড ইঞ্জিনের টিউনিং পরিবর্তন করবে। হান্টারের জন্য একটু স্পোর্টি করে টিউনিং করা হবে। একজস্ট নোটও তাই একটু স্পোর্টি হবে।
ছবি: টুইটার
ছবি: টুইটার (Twitter)
  • নতুন RE হান্টারের লুকটা রেট্রো নেকেড রোডস্টারের মতো রাখা হয়েছে। থাকছে ক্লাসিক গোল হেডল্যাম্প এবং রিয়ার ভিউ মিরর। টেইল সেকশন একটু শর্ট। একজস্ট পাইপও কমপ্যাক্ট হবে।

ওয়াকিবহাল মহলের ধারণা, ক্লাসিক ৩৫০ ও মিটিয়রের মাঝামাঝি সেগমেন্টেই নতুন Royal Enfield Hunter 350-র দাম রাখা হতে পারে।

Source link


Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Secured By miniOrange