SpaceX-ই ভরসা NASA-র, বৃহস্পতি ‘চাঁদ’-এ অভিযানের দায়িত্ব পেলেন ইলন মাস্ক , Bangla News
বৃহস্পতির চাঁদ ইউরোপায় যাবে NASA। আর এই অভিযানে সারথির দায়িত্ব পেলেন ইলন মাস্কের স্পেসএক্স SpaceX । ইউরোপার জল ও সেখানে প্রাণের সন্ধান করতেই নাসার এই অভিযান।
ইউরোপা ক্লিপার মিশন
নাসার বিবৃতি অনুযায়ী, আগামী ২০২৪ সালের অক্টোবর মাসে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উত্ক্ষেপণ হবে। ফ্যালকন হেভি রকেটে উত্ক্ষেপণ। স্পেসএক্স-এর সঙ্গে নাসার চুক্তির মূল্য ১৭৮ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১,৩২৪ কোটি টাকা।
ইউরোপার পৃথিবী থেকে প্রায় ৩৯ কোটি মাইল (৬৩ কোটি কিলোমিটার) দূরত্ব। উত্ক্ষেপণের পর থেকে সেখানে যেতে পাঁচ বছরেরও বেশি সময় লাগবে। এক বিবৃতিতে নাসা জানিয়েছে, ইউরোপা ক্লিপারের মাধ্যমে বৃহস্পতির চাঁদের বিষয়ে বিশদে গবেষণা করা হবে। ইউরোপা ক্লিপারের পেলোডে হাই-রেজোলিউশনের ছবি, ইউরোপার পৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের মানচিত্র তৈরি করতে বিশেষ ক্যামেরা এবং স্পেকট্রোমিটার থাকবে। পাশাপাশি ইউরোপার পৃষ্ঠের নীচে জলের অনুসন্ধানের জন্য জন্য রাডার থাকবে।
‘মিশনের মূল উদ্দেশ্য হল ইউরোপার পৃষ্ঠের হাই-রেজোলিউশন ছবি সংগ্রহ করা, সাম্প্রতিক বা চলমান ভূতাত্ত্বিক ক্রিয়াকলাপের লক্ষণ পর্যবেক্ষণ করা, বরফের আস্তরণের ঘনত্ব পরিমাপ করা এবং উপগ্রহটির সমুদ্রের গভীরতা, লবনের পরিমাণ পরিমাপ করা,’ জানিয়েছে নাসা।
এর আগে নাসার স্পেস লঞ্চ সিস্টেম (SLS) রকেটের মাধ্যমে উত্ক্ষেপণের কথা ছিল। তবে আর্থিক ও সময়ের অভাবের কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার স্পেস স্টেশনে ক্রু এবং কার্গো পরিবহণ করেছে স্পেসএক্স-এর ফ্যালকন হেভি রকেট।