নানা কম্বিনেশন মিলিয়ে ৬০টি ভেরিয়েন্টে পাবেন এই গাড়ি। এর মধ্যে পেট্রোল, ডিজেল অপশন রয়েছে। তাছাড়া Nexon EV কিনতে চাইলে সেই অপশনও রয়েছে।
1/5জনপ্রিয় SUV Nexon-এর ৬টি ভেরিয়েন্ট বন্ধ করে দিচ্ছে Tata। তবে চিন্তা নেই। এখনও নানা কম্বিনেশন মিলিয়ে ৬০টি ভেরিয়েন্টে পাবেন এই গাড়ি। এর মধ্যে পেট্রোল, ডিজেল অপশন রয়েছে। তাছাড়া Nexon EV কিনতে চাইলে সেই অপশনও রয়েছে। ছবি : টাটা মোটর্স (Tata)2/5কোন কোন ভেরিয়েন্ট বন্ধ করল টাটা মোটর্স? রিপোর্ট অনুযায়ী, XZ, XZA, XZ+ (O), XZA+ (O), XZ+ (O) ডার্ক এবং XZA+ (O) ডার্ক ভেরিয়েন্ট বন্ধ করা হয়েছে। ছবি : টাটা মোটর্স (Tata)3/5কিন্তু এই ভেরিয়েন্টগুলি বন্ধ করার কারণ কী? বাতিল ভেরিয়েন্টগুলির মধ্যে, XZ এবং XZ+ (O) মডেল দু’টি Nexon-এর মিড-স্পেক ভেরিয়েন্ট ছিল। পরে XZ+ (HS), XZ+ (L), এবং XZ+-এর মতো নতুন এবং আরও উন্নত ভেরিয়েন্ট এসে যাওয়ায় এগুলি বন্ধ করা হয়েছে। ফাইল ছবি: টাটা মোটর্স (Tata)4/5সূত্রের খবর, নতুন জেনারেশনের টাটা নেক্সন আনারও পরিকল্পনা রয়েছে টাটা মোটর্সের। অ্যাজাইল লাইট এবং ফ্লেক্সিবেল আর্কিটেকচার প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এই নতুন মডেল গড়ে তোলা হবে। ফাইল ছবি: টাটা মোটর্স (Tata)5/5টাটা নেক্সনের দাম: এই কমপ্যাক্ট SIV-এর দাম ৭.৬ লক্ষ টাকা থেকে শুরু(এক্স-শোরুম)। টপ ভেরিয়েন্টের দাম ১৪.০৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ফাইল ছবি: টাটা মোটর্স (Tata)