Twitter Edit Feature Test: ‘হেলো, এটা একটা টেস্ট’, নিজেদের টুইট ‘এডিট’ করল টুইটার
বছরের পর বছর বিতর্ক ও আলোচনার পর টুইটার অবশেষে ‘এডিট বোতাম’-এর পরীক্ষামূলক প্রয়োগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই আবহে পরীক্ষামূলক ভাবে একটু টুইট করে তা এডিট করল ‘টুইটার ব্লু’ হ্যান্ডল। টুইট বার্তায় লেখা হয়, ‘হেলো। টুইটার বোতাম কীভাবে কাজ করবে তা দেখার জন্য এটা একটা টেস্ট। বিষয়টা কেমন হল, শীঘ্রই তা আপনাদের জানাব আমরা।’ নিচে একটি ‘এডিটেড’ ট্যাগ রয়েছে। যাতে দেখা যাচ্ছে ৩০ সেপ্টেম্বর ভোররাত ২টো ২৭ মিনিটে পোস্টটি এডিট করা হয়েছিল।
টুইটার কীভাবে তাদের অ্যাপের এডিট ফিচারকে কার্যকর করবে, সেই সংক্রান্ত পরিকল্পনার আরও বিশদ তথ্য প্রকাশিত হয়েছিল সম্প্রতি। সেই রিপোর্ট অনুযায়ী, এডিট বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা আধা ঘণ্টার মধ্যে মাত্র ৫ বার টুইট এডিট করতে পারবেন। সম্ভবত টুইট করার ৩০ মিনিট পর্যন্ত পোস্টটি এডিট করতে পারবেন ব্যবহারকারীরা। এতে করে কোনও ব্যবহারকারী পুরানো টুইট বদলাতে পারবেন না। পাশাপাশি এডিট করার আগে পুরোনো বার্তায় কী লেখা ছিল, তাও দেখা যাবে।
সংস্থার আশঙ্কা, যদি পুরোনো টুইট এডিট করার অনুমতি দেওয়া হয়, তাহলে কথোপকথনের প্রেক্ষাপট পরিবর্তন করতে পারেন কোনও কোনও ব্যবহারকারী। বিশেষ করে ব্যবসা এবং রাজনীতির মতো ক্ষেত্রে এটি বিস্তর প্রভাব ফেলতে পারে।
টুইটারে ‘এডিট’ বোতামটি নিয়ে দীর্ঘদিন বিতর্ক চলেছে। প্রতিদ্বন্দ্বী ফেসবুকের থেকে কম সংখ্যর সক্রিয় ব্যবহারকারী থাকা সত্ত্বেও জনসাধারণের আলোচনা, রাজনীতি, নিরাপত্তা, ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টুইটার। সেই ক্ষেত্রে এডিট অপশন নিয়ে খুবই রক্ষণশীল টুইটার। প্রসঙ্গত, ফেসবুক, ইনস্টাগ্রামের মতো মেটা গোষ্ঠীর অ্যাপগুলিতে যত ইচ্ছে ততবার পোস্ট এডিট করা যায়, যখন ইচ্ছে তখন এডিট করা যায়।