Vi Best Plans: দিনে ৪ জিবি ডেটা! দুটি প্ল্যানে আরও বেশি সুবিধা দিচ্ছে Vi

Spread the love

Vi (Vodafone Idea) Recharge Plans: দু’টি প্রিপেইড প্ল্যানে বদল আনল ভোডাফোন আইডিয়া(Vi)। ৪০৯ টাকা ও ৪৭৫ টাকার রিচার্জ প্ল্যানে ডেটা বৃদ্ধি করেছে সংস্থা। দুই প্ল্যানেই দিনে ১ জিবি করে অতিরিক্ত ডেটা যোগ করা হয়েছে।

Vi-এর ৪০৯ টাকার প্ল্যান: ডেটা এবং বেনিফিটস

৪০৯ টাকায় মোট ২৮ দিনের ভ্যালিডিটি পাবেনষ আগে সেটা ৮৪ দিনের ছিল। তবে তার পরিবর্তে ডেটা বাড়ানো হয়েছে। মোট ৯৮ GB ডেটা (৩.৫ GB/দিনে সীমাবদ্ধ) পাবেন। এর পাশাপাশি, যে কোনো নেটওয়ার্কে সীমাহীন আউটগোয়িং কল পাবেন।

এই প্ল্যানে প্রতিদিন ১০০টি SMS করা যাবে।

ভোডাফোন আইডিয়ার ৪০৯ টাকার প্ল্যানে ‘বিঞ্জ অল নাইট’ সুবিধা পাবেন। এর ফলে প্রতিদিনের অনুমোদিত ডেটা কোটা থেকে কোনও ডেটা হ্রাস ছাড়াই মধ্যরাতে, ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত যথেচ্ছ ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন। এর মানে আপনি রাতের বেলায় আপনি যত খুশি ডাউনলোড, ওয়েব সিরিজ দেখার মতো কাজ করতে পারবেন।

এই প্ল্যানে ‘উইকেন্ড ডেটা রোলওভার’ পাবেন। এর ফলে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক ডেটা পুরোটা ব্যবহার না করলে, সেটা শনিবার এবং রবিবারে রোলওভার হয়ে যায়।

অর্থাত্, সারা সপ্তাহ সেভাবে সময় না পেলেও চিন্তা নেই, ডেটা জমে থাকবে। উইকেন্ডের জন্য পুরো ডেটা সংরক্ষিত রাখবে ভোডাফোন আইডিয়া।

  • ২৮ দিনের মেয়াদ
  • প্রতিদিন ৩.৫ GB হাই স্পিড 4G ডেটা
  • প্রতিদিন ১০০টি SMS
  • Vi মুভিজ এবং টিভি অ্যাপে সাবস্ক্রিপশন
  • রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফ্রি হাই-স্পিড ডেটা
  • সপ্তাহান্তে ডেটা রোলওভার

Vi-এর ৪৭৫ টাকার প্ল্যান: ডেটা এবং বেনিফিটস

Vi-এর ৪৭৫ টাকার প্ল্যানে দৈনিক ৪ GB উচ্চ-গতির 4G ইন্টারনেট পাবেন। ভ্যালিডিটি ২৮ দিন।

দিনে ১০০টি এসএমএস করা যাবে।

অতিরিক্ত দৈনিক ডেটা ছাড়া, বাকি বেশিরভাগ সুবিধাই আগের ৪০৯ টাকার প্ল্যানের মতোই থাকছে।

  • ২৮ দিনের মেয়াদ
  • প্রতিদিন ৩.৫ GB হাই স্পিড 4G ডেটা
  • প্রতিদিন ১০০টি SMS
  • Vi মুভিজ এবং টিভি অ্যাপে সাবস্ক্রিপশন
  • রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফ্রি হাই-স্পিড ডেটা

  • সপ্তাহান্তে ডেটা রোলওভার

Source link


Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Secured By miniOrange