Video: Uber Eats মহাকাশেও ফুড ডেলিভারি করল! জানুন কীভাবে

Spread the love

ঘরে বসে দ্রুত খাবার পেতে অনেকেই অনলাইনে অর্ডার করে। কিন্তু তাই বলে মহাকাশে গিয়ে খাবার ডেলিভারি? হ্যাঁ, সেই মাইলস্টোনই ছুঁয়ে ফেলল Uber Eats। খাবার পৌঁছে গেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে।

কীভাবে এই অসাধ্য সাধন?




এর মূল কৃতীত্ব জাপানের ধনকুবের ইউসাকু মায়েজাওয়ার। সয়ুজ মহাকাশযানে করে ‘রেডি-টু-ইট’ টিনজাত জাপানি খাবার ভর্তি একটি Uber Eats ব্যাগ বহন করে নিয়ে গিয়েছেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১২ দিনের মিশনের উদ্দেশ্যে গত বুধবার (৮ ডিসেম্বর) রওনা দিয়েছিলেন তিনি।

কী কী খাবার ছিল?

সবই জাপানি খাবার। মিসোতে(এক ধরণের সয়াবিনের সস) রান্না করা ম্যাকেরেল, ঝাল-মিষ্টি সসে রান্না করা বিফ এবং আরও অনেক সুস্বাদু পদ ছিল।

এই মাইলস্টোন স্পর্শ করার সেলিব্রেশন হিসাবে ১৩-১৯ ডিসেম্বর অর্ডারে বিশেষ অফার দিচ্ছে উবার ইটস। SPACEFOOD কোড ব্যবহার করলেই দেওয়া হবে ছাড়।

তবে এই প্রথম নয়

এই প্রথম মহাকাশে কোনও জনপ্রিয় সংস্থা খাবার পাঠাল, এমনটা কিন্তু নয়। এর বহু আগেই, ২০০১ সালে পিত্জা হাট আন্তর্জাতিক স্পেস স্টেশনে ডেলিভারি করেছিল। বলা হয়, এর জন্য রুশ মহাকাশ সংস্থাকে প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার(ভারতীয় মুদ্রায় তখন প্রায় সাড়ে ৪ কোটি টাকা) দিয়েছিল পিত্জা হাট।

Source link


Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Secured By miniOrange